ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাবি অনার্স ২য় বর্ষের পরীক্ষা ২৯ জানুয়ারি ও তৃতীয় বর্ষের ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু

প্রকাশিত: ২০:৩৬, ৮ ডিসেম্বর ২০২১

জাবি অনার্স ২য় বর্ষের পরীক্ষা ২৯ জানুয়ারি ও তৃতীয় বর্ষের ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালযের অধিভুক্ত কলেজগুলোতে ২০২০ সালের অনার্স দ্বিতীয় ও তৃতীয় বর্ষের (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষা শুরু হবে যথাক্রমে আগামী ২৯ জানুয়ারি ও ২৬ ফেব্রুয়ারি। সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতিরেকে প্রতিদিন সকাল ৯টা থেকে এ পরীক্ষা শুরু হবে। দ্বিতীয় বর্ষের পরীক্ষা আগামী ১৫ মার্চ এবং তৃতীয় বর্ষের পরীক্ষা ২৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে ((www.nu.ac.bd) প্রকাশ করা হয়েছে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন।
×