ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আগুনমুখায় বালু উত্তোলনে সাতজনের জেল, দু’জনের জরিমানা

প্রকাশিত: ১৮:০৭, ৮ ডিসেম্বর ২০২১

আগুনমুখায় বালু উত্তোলনে সাতজনের জেল, দু’জনের জরিমানা

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে সাতজনকে এক মাসের জেল ও দু’জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাশফাকুর রহমান সাজার এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, আগুনমুখা নদীর রাঙ্গাবালী অংশে অবৈধভাবে বালু তোলার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে চারটি ড্রেজার থেকে দুই চালক এবং সাত শ্রমিককে আটক করা হয়। তাদের মধ্যে ড্রেজার চালক পিরোজপুরের নেছারাবাদ এলাকার নজরুল ইসলাম আলাআমিন ও ভোলার পাঙ্গাশিয়ার মামুনকে এক মাসের জেল দেয়া হয়। ড্রেজার শ্রমিক দশমিনার আলীপুরা গ্রামের মুজাম্মেল, গলাচিপার বাঁশবাড়িয়ার হাসান মাহমুদ, পিরোজপুরের নেছারাবাদের রমজান খান, কলাপাড়ার দেবপুরের নুর হাসান, চট্রগ্রামের সিতাকুন্ডের আমিন মিয়া, বরিশাল বানারীপাড়ার সায়েদ ও কলাপাড়ার মহিপুরের রিপনকে পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়। তবে মুজাম্মেল ১৫ হাজার ও হাসান মাহমুদ জরিমানার ১৫ হাজার জমা দিলেও বাকি পাঁচজন ৪ লাখ ৭০ হাজার টাকা জমা দিতে ব্যর্থ হওয়ায় অনাদায়ে এক মাসের জেল দেয়া হয়। পুলিশ জানায়, বুধবার সকালে সাতজনকে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাশফাকুর রহমান বলেন, আগুনমুখা নদীর রাঙ্গাবালী অংশে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দ- দেয়া হয়।
×