ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমবয়ানের দিয়ে শুরু লালমনিরহাটে ইজতেমা

প্রকাশিত: ১৭:৪২, ৮ ডিসেম্বর ২০২১

আমবয়ানের দিয়ে শুরু লালমনিরহাটে ইজতেমা

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ আজ বুধবার (৮ ডিসেম্বর) বাদ ফজরের নামাজের মাধ্য দিয়ে শুরু হয়েছে লালমনিরহাটের জেলা কালেক্টরেট মাঠে জেলা ইজতেমা। চলবে শুক্রবার পর্যন্ত ৩দিন। শুক্রবার জুম্মার নামাজের পর আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জেলা ইজতেমা। ইজতেমায় জেলার ৫টি উপজেলাসহ আশেপাশের শতশত ধর্মপ্রাণ বিভিন্ন বয়সের মুসুল্লি গণ এখানে ৩দিন অবস্থান করে নামাজ বন্দেগি আদায় করবে। সেই সাথে বিজ্ঞ আলেম, মাওলানা ও তাবলীগ জামাতের নেতা গণ ইসলাম ধর্মের তাৎপর্যপূর্ণ বয়ান করবেন ইজতেমা মাঠে জমায়েত হয়ে অবস্থান করা মুসল্লি গণের উদ্দেশ্যে। লালমনিরহাট কালেক্ট্ররেট মাঠ আগত মসুল্লিদের রাত্রি যাপন করতে পুরো মাঠে সুন্দর সামিয়ানা সাটানো হয়েছে। মাঠের পাশে তৈরী করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক ওযুখানা, গোসলের ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা, বিদ্যুত সংযোগ, স্বাস্থ্য সম্মত টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। রয়েছে অস্থায়ী পুলিশ কন্টোল রুম, নিরাপত্তা ব্যবস্থা, ভ্রাম্যমান মেডিকেল টিম, জরুরি প্রয়োজন এ্যাম্বুলেন্স, অগ্নিনিবারক ব্যবস্থা, রয়েছে স্বেচ্ছাসেবক ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষনিক ওয়াচ-টাওয়ার টাওয়ারে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে। আয়োজক কমিটির আমীর আলহাজ্ব শহিদার রহমান জানান, ইজতেমা সফল করতে সকল আয়োজন করা হয়েছে।২০১৬ সাল হতে জেলায় আঞ্চলিক ইজতেমা শুরু হয়। এবার এখানে লক্ষাধীক মসুল্লির সমাগম ঘটেছে। শুক্রবার জুম্মার নামাজে মুসল্লিদের আগমন সবচাইতে বেশি হবে। শুক্রবার ঢাকার বিশিষ্ট ইসলামাব্যক্তিত্ব ( কে সেই ব্যক্তি এখনো সিদ্ধান্ত হয়নি) ইজতেমা মাঠে জুম্মার নামাজে ইমামতি করবেন। একই সাথে তিনি আখেরী মুনাজাত পরিচালনা করবেন। এর মাধ্যদিয়ে এ বছর সমাপ্ত হবে জেলা ইজতেমা। আজ প্রথমদিন সকালে আমবয়ানের মধ্য দিয়ে মুসুল্লিদের তালিম প্রদান করা হয়। তামিল দেয় মাওলানা মোস্তফা সাহেব।
×