ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরিদগঞ্জে শিশু ধর্ষন মামলায় এক যুবকের ৫ বছরের কারাদন্ড

প্রকাশিত: ১৭:২৬, ৮ ডিসেম্বর ২০২১

ফরিদগঞ্জে শিশু ধর্ষন মামলায় এক যুবকের ৫ বছরের কারাদন্ড

সংবাদদাতা, ফরিদগঞ্জ, চাঁদপুর ॥ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় শিশু ধর্ষন মামলায় নাছির চৌকদার নামে এক যুবকের বিরুদ্ধে ৫ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে চাঁদপুরের বিঙ্গ আদালত। উপজেলার মান্দারতলী গ্রামে ৮ বছরের শিশু কন্যাকে নির্জন ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষন করার অভিযোগে থানায় দায়ের করা মামলার প্রেক্ষিতে গতকাল উক্ত দন্ডাদেশ দিয়েছেন বিঙ্গ বিচারক জেলা জজ জান্নাতুল ফেরদাউস চৌধুরী। ওই মামলায় সরকার পক্ষের পাবলিক প্রসিকিউট (পিপি) ছিলেন এডভোকেট সাইয়্যেদুল ইসলাম বাবু। মামলা দায়েরের পর ৬ জনের স্বাক্ষ্য গ্রহন ও প্রয়োজনীয় নথিপত্র যাছাই বাছাই শেষে ১১ বছর পর উক্ত রায় দেয় বিঙ্গ আদালত। মামলার বিবরনে জানা গেছে,২০১০ ইং সালের ২৭ নভেম্বর শনিবার বিকেলে ধর্ষক নাছির চৌকদার শিশু কন্যাকে তার বাড়ির উঠান থেকে ফুসলিয়ে পাশবর্তী নির্জন ঘরে নিয়ে যায়। এক পর্যায়ে শিশুটির মুখে কাপড় পেঁচিয়ে তাকে জোরপূর্বক ধর্ষন করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে শিশুটি বাড়ি গিয়ে তার মাখে ঘটনাটি জানায়। এ ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে ধর্ষক নাছির উদ্দীনকে প্রধান আসামী করে তা মা বাবা সহ নারী ও শিশু নির্যাতন আইনে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছিল। পরে ২০১১ সালের ৩০মার্চ নাছিরকে অভিযুক্ত করে আদালতে চার্জসিট দিয়েছিলেন সেই সময়ের ফরিদগঞ্জ থানার এস আই আবু আল মামুন।
×