ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশিত: ১৬:১০, ৮ ডিসেম্বর ২০২১

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ওই সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হচ্ছেন পৌর শহরের পশ্চিম শেরী মহল্লার মো. নূর ইসলামের ছেলে মো. রফিক মিয়া (৩৫) ও কসবা কাঠগড় মহল্লার মৃত ওমর আলীর ছেলে মো. আমিনুল ইসলাম (২৮)। জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এনামুল হক শহরের কসবা কাঠগড় এলাকায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা রফিক মিয়া ও আমিনুল ইসলামকে গাঁজাসহ হাতেনাতে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রফিক মিয়াকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা এবং আমিনুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও ৫শ টাকা জরিমানা করা হয়। পরে সাজা পরোয়ানামূলে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।
×