ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে মুক্তির বিজয় উৎসব উপলক্ষ্যে নৌকা বাইচ

প্রকাশিত: ১২:৫০, ৮ ডিসেম্বর ২০২১

পটুয়াখালীতে মুক্তির বিজয় উৎসব উপলক্ষ্যে নৌকা বাইচ

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ৮ ডিসেম্বর পটুয়াখালী পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আজ বেলা ৩ টায় জেলা প্রশাসনের উদ্যোগে পটুয়াখালী শহর সংলগ্ন লাউকাঠী নদীতে অনুষ্ঠিত হল নৌকা বাইচ প্রতিযোগীতা। এতে মাগুড়ার টাইগার গ্রুপসহ আরো ৫ টি গ্রুপ অংশ নেয়। নৌকা বাইচটি স্থানীয় লঞ্চ ঘাট থেকে শুরু হয়ে পটুয়াখালী ব্রীজ এলাকা পর্যন্ত যায়। সেখান থেকে উল্টো ঘুরে আবার লঞ্চ ঘাটে এসে শেষ হয়। স্থানীয় সংসদ সদস্য এ্যাড. মোঃ শাহজান মিয়া এমপি, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নদীতে উপস্থিত ছিলেন। এ সময় নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষ এ নৌকা বাইচ উপভোগ করতে জড়ো হন। প্রদিযোগীতায় মাগুড়ার টাইগার প্রথম স্থান, আতিকের তরি দ্বিতীয় ও মা সিতলা তৃতীয় স্থান অধিকার করে। বিজয়ী দলগুলোর মাঝে মোটরসাইকেল, টেলিভিশন, ও ফ্রীজ উপহার হিসেবে দেয়া হয়। উল্লেখ্য, পটুয়াখালী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত দুই দিনব্যাপী মুক্তির বিজয় উৎসব শুরু হয় গতকাল থেকে। গত কাল বিকাল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে উৎসবের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। স্মৃতিচারণ ও আলোচনা পর্ব শেষে অগ্নিঝরা মুক্তিযুদ্ধের গান পরিবেশনের মধ্যে দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত দুই দিনব্যাপী মুক্তির বিজয় উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেন পটুয়াখালী স্থানীয় সাংস্কৃতিক সংগঠন সুরবিহার। সুরবিহারের সাংস্কৃতিক পরিবেশনা শেষে সংগীত পরিবেশন করেন ইত্যাদি বাউল শিল্পী গোষ্ঠী। দুই দিন ব্যাপী অনুষ্ঠানে দ্বিতীয় দিন আজ ৮ ডিসেম্বর রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা। রয়েছে মুক্তিযুদ্ধ নির্ভর মঞ্চনাটক ও নৌকা বাইচ।
×