ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জবি কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা পেল ১৪০৬ জন শিক্ষার্থী

প্রকাশিত: ১২:০৯, ৮ ডিসেম্বর ২০২১

জবি কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা পেল ১৪০৬ জন শিক্ষার্থী

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিক্যাল সেন্টারের অস্থায়ী টিকা কেন্দ্রে টিকাদান কর্মসূচী সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে ১৪০৬ জন টিকা গ্রহণ করেছেন। এদের বেশিরভাগই শিক্ষার্থী। তারা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। কিছু সংখ্যক শিক্ষার্থী প্রথম ডোজ নিয়েছেন, তারা পরে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবেন। জবির মেডিক্যাল সেন্টার সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী টিকা কার্যক্রম গতকাল শেষ হয়। টিকাদানের দ্বিতীয় পর্বের শেষ দিন ৬০১ জন টিকা নিয়েছেন। এ দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরও দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়। প্রথম দিন রবিবার টিকা নেন ৪০০ শিক্ষার্থী। দ্বিতীয় দিন সোমবার টিকা নিয়েছেন ৪০৫ শিক্ষার্থী। তাদের সিনোফার্মের টিকা দেয়া হয়েছে। টিকার এ কার্যক্রম পরিচালনায় সহায়তা করছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলামসহ মেডিকেল সেন্টার, আইসিটি সেল ও ঢাকা জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা। আইনুল ইসলাম বলেন, ’মঙ্গলবার শেষ দিন ছিল। বিশ্ববিদ্যালয়ে আর টিকা দেয়া হবে না। সফলভাবে টিকাদান কর্মসূচী সম্পন্ন হয়েছে। সবাই টিকা নিতে পেরেছে। যারা প্রথম ডোজ নিয়েছে বা যদি কারো বাকিও থাকে তারা মিডফোর্ডে (স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে) টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবে।’ টিকা কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ’আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা টিকা কেন্দ্র করব সেটা সফলভাবে করলাম। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর সর্বাত্মক সহযোগিতা করেছে। এ জন্য তাদের ধন্যবাদ জানাই।’ উল্লেখ্য, ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের দিনে করোনার টিকা কেন্দ্র উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এরপর ২৫ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত টিকাদান কর্মসূচি চলে। তখন প্রথম ডোজের টিকা নেন ১ হাজার ৯৬০ জন। তবে অন্যত্র প্রথম ডোজ নেয়া শিক্ষার্থীরা তখন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন।
×