ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুব এশিয়া কাপ ও বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

প্রকাশিত: ০১:৫৩, ৮ ডিসেম্বর ২০২১

যুব এশিয়া কাপ ও বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার ভারতে অনুষ্ঠিত ৩ দলের টুর্নামেন্টে বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। সন্ধ্যায়ই আসন্ন অনুর্ধ-১৯ এশিয়া কাপ ও অনুর্ধ-১৯ বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ^কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অন্যতম সদস্য রাকিবুল এবার অধিনায়ক। গত বিশ^কাপ খেলা আরও ৩ ক্রিকেটার আছেন এবার। বাংলাদেশের যুবাদের বিশ^কাপ ধরে রাখার মিশন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১৪ জানুয়ারি শুরু হবে। এর আগে এশিয়া কাপ হবে বাংলাদেশের যুবাদের সর্বশেষ প্রস্তুতি। আরব আমিরাতে ২৩ ডিসেম্বর যুব এশিয়া কাপ শুরু হবে। তাই ২০ ডিসেম্বর আরব আমিরাতে রওনা হবে বাংলাদেশ দল। এই আসর শেষে দুবাই থেকে ২ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ রওনা হবে তারা বিশ^কাপে অংশ নিতে। দীর্ঘ সময় জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে এবং টানা খেলা থাকায় ভ্রমণে অতিরিক্ত ২ ক্রিকেটার থাকবে দলের সঙ্গে। এছাড়া ৪ জন স্ট্যান্ডবাই হিসেবে দেশে থাকবেন। গত বিশ^কাপে প্রায় সব ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করা রাকিবুল ও ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব নতুন করে গড়া অনুর্ধ-১৯ দলে ছিলেন না। তবে ঘরের মাঠে আফগানিস্তান ও শ্রীলঙ্কা সফরে প্রত্যাশামাফিক ফল না আসায় এবার ভারত সফরে ৩ দলের টুর্নামেন্টে তাদের নিয়েই শক্ত দল গড়া হয়। এছাড়া গত বিশ^কাপে মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণের পরিবর্তে পরে দলে সুযোগ পেয়েছিলেন মেহেরব হাসান ও ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল ছিলেন বিশ^কাপ স্কোয়াডে। এবার এই ৪ জন আসন্ন বিশ^কাপও খেলবেন। ভারত অনুর্ধ-১৯ ‘এ’ ও ‘বি’ দল নিয়ে হওয়া টুর্নামেন্টে শিরোপাজয়ী বাংলাদেশের যুবারা কিছুটা আত্মবিশ^াস পেয়েছেন। এখন বিশ^কাপের শেষ প্রস্তুতি এশিয়া কাপ। ২০ ডিসেম্বর আরব আমিরাত গিয়ে ১ দিন কোয়ারেন্টাইন করে ২২ ডিসেম্বর একটা দিন অনুশীলন করার সুযোগ থাকবে যুবাদের। এরপর ‘বি’ গ্রুপে ২৩ ডিসেম্বর এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপাল, ২৫ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে কুয়েত ও ২৮ ডিসেম্বর শ্রীলঙ্কার যুবাদের মুখোমুখি হবে বাংলাদেশ। ৩ ম্যাচই শারজাহতে অনুষ্ঠিত হবে। দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে ৩০ ডিসেম্বর। ১ জানুয়ারি দুবাইয়ে ফাইনাল। ২ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হয়ে পরদিন নিজেদের ম্যাচ ভেন্যু সেন্ট কিটস এ্যান্ড নেভিসে পৌঁছুবেন রাকিবুলরা। সেখানে ৪ দিন কোয়ারেন্টাইন করতে হবে। ১৪ জানুয়ারি বিশ^কাপ শুরু হলেও ১৬ জানুয়ারি বাংলাদেশের প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের বাকি ২ প্রতিপক্ষ আরব আমিরাত ও কানাডা। ২০ ও ২২ জানুয়ারি বাংলাদেশের বাকি দুই ম্যাচ কানাডা ও আরব আমিরাতে বিপক্ষে। বাংলাদেশ অনুর্ধ-১৯ স্কোয়াড ॥ রাকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতিখার হোসেন ইফতি, এসএম মেহরব হাসান, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন ম-ল, মোহাম্মদ আশিকুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাঈমুর রহমান নয়ন। অতিরিক্ত সফরসঙ্গী ॥ আহসান হাবিব লিওন ও জিসান আলম। স্ট্যান্ডবাই ॥ মহিউদ্দিন তারেক, তৌহিদুল ইসলাম ফেরেদৌস, সাকিব শাহরিয়ার ও গোলাম কিবরিয়া।
×