ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে বেসরকারী উদ্যোগে নির্মিত হচ্ছে ১৫০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র

প্রকাশিত: ০১:৪০, ৮ ডিসেম্বর ২০২১

গাজীপুরে বেসরকারী উদ্যোগে নির্মিত হচ্ছে ১৫০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরের বরামা এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে বেসরকারী উদ্যোগে নির্মিত হচ্ছে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুত কেন্দ্র। বি-আর পাওয়ার জেনের উদ্যোগে এ প্রকল্পটি নির্মাণ করবে ম্যাক্স ইন্ফ্রাস্ট্রাকচার লিমিটেড। আগামী ১৫ মাসের মধ্যে এ প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন এর উদ্যোক্তারা। মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। বি-আর পাওয়ারজেন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, জার্মানির ম্যান এনার্জি সলিউশনসের প্রতিনিধি ড. নাহিদ। উদ্যোক্তারা জানান, এ প্রকল্পটি হেবি ফ্লু ওয়েল (এইচএফও) ভিত্তিক। প্রকল্পটির মেয়াদ হবে ২০ বছর। পরিবেশবান্ধব ও সামাজিক প্রভাব মূল্যায়নের ভিত্তিতে এ প্রকল্পটি গড়ে তোলা হবে। বায়ু ও শব্দ দূষণ রোধে বিশেষ ডিজাইন গড়ে তোলায় ইতোমধ্যেই পরিবেশ অধিদফতর ছাড়পত্র দিয়েছে। বিশ্বখ্যাত ইঞ্জিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ম্যান এনার্জি সলিউশনস এ প্রকল্পের প্রধান সরঞ্জাম সরবরাহ করবে। ইউওলার হার্মিস জার্মানির তত্ত্বাবধানে প্রকল্পের অর্থায়ন করবে কমার্স ব্যাংক অব জার্মানি।
×