ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদার পাসপোর্ট নবায়নের আবেদন বাতিল করা হয়েছে ॥ রিজভী

প্রকাশিত: ০১:৩৯, ৮ ডিসেম্বর ২০২১

খালেদার পাসপোর্ট নবায়নের আবেদন বাতিল করা হয়েছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের আবেদন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। রিজভী আরও জানান, সাত মাস আগে ৬ মে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার উদ্দেশে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের আবেদন করা হয়েছিল। কিন্তু এই আবেদনটি বাতিল করা হয়েছে। এতেই প্রমাণিত হয়, সরকার সুচিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ যেতে দিতে রাজি নয়। তিলে তিলে তাকে নিঃশেষ করাই যেন সরকারের কর্মসূচী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ। ২০ ডিসেম্ব^র থেকে সমাবেশ করবে বিএনপি ॥ খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ২০ ডিসেম্বর থেকে জেলা পর্যায়ে সমাবেশ করবে বিএনপি। মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ জানানো হয়। মুরাদ হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বিএনপি ॥ সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বিএনপি। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান।
×