ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইসিসির নবেম্বর সেরার লড়াইয়ে নাহিদা

প্রকাশিত: ০০:০৯, ৮ ডিসেম্বর ২০২১

আইসিসির নবেম্বর সেরার লড়াইয়ে নাহিদা

স্পোর্টস রিপোর্টার ॥ এ বছরের জানুয়ারি থেকে পারফর্মেন্সের ভিত্তিতে মাস সেরা পুরস্কারের প্রচলন করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নারী ও পুরুষ ক্রিকেটারদের আন্তর্জাতিক পারফর্মেন্স বিবেচনায় আলাদা আলাভাবে পুরস্কার দেয়া হয়। এ পর্যন্ত সাকিব আল হাসান দুইবার মনোনয়ন পেয়ে একবার ও মুশফিকুর রহিম একবার মনোনয়ন পেয়ে জয়ী হয়েছেন এবং নাসুম আহমেদ মনোনয়ন পেয়েও জিততে পারেননি। অর্থাৎ বাংলাদেশের পুরুষ ক্রিকেটাররা ৪ বার মনোনয়ন পেয়েছেন। এবার দেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা হওয়ার লড়াইয়ে মনোনয়ন পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। নবেম্বর মাসের সেরা হওয়ার লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আনাম আমিন ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুজ। নবেম্বর মাসে জিম্বাবুইয়ে সফরে যায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। স্বাগতিক জিম্বাবুইয়ে মহিলা ক্রিকেট দলের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে নাহিদা দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে ১১ উইকেট শিকার করেন। এর মধ্যে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ২১ রানে ৫ উইকেট শিকার করে ক্যারিয়ারসেরা নৈপুণ্য দেখান এ বাঁহাতি স্পিনার। এরপর মহিলা ওয়ানডে বিশ^কাপ বাছাইয়ে হারারের ওল্ড হারারিয়ান্স মাঠে ২৫ রানে ২ উইকেট শিকার করেন ২১ বছর বয়সী নাহিদা। অর্থাৎ নবেম্বরে ৪ ওয়ানডেতে তার শিকার মাত্র ৬.০০ গড়ে ৭৮ রানে ১৩ উইকেট! এ কারণেই তিনি মনোনয়ন পেয়েছেন আইসিসির নবেম্বর মাসসেরা হওয়ার জন্য। লড়াইয়ে আছেন পাক তরুণী আনাম ও ক্যারিবীয় তারকা হেইলি।
×