ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা কাপ ফুটবলের শেষ আটে আবাহনী

প্রকাশিত: ০০:০৮, ৮ ডিসেম্বর ২০২১

স্বাধীনতা কাপ ফুটবলের শেষ আটে আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ স্বাধীনতা কাপ ফুটবলে ‘এ’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার তারা ঢাকা আবাহনী লিমিটেডকে হারিয়ে দিচ্ছিল রহমতগঞ্জ। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তারা আগে গোল করে এগিয়ে যায়। পরে একটা পেনাল্টিও মিস করে। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচে হেরে যায় ৩-১ গোলে। এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হওয়ার পাশাপাশি শেষ আটে নাম লেখালো এই আসরে ৩১ বছর আগে জেতা শিরোপাধারী আবাহনী। আর ২ ম্যাচে প্রতিটিতেই হেরে শূন্য পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল ‘ডাইলপট্টি’ খ্যাত রহমতগঞ্জ। সমান ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে আবাহনীর সঙ্গী হলো প্রিমিয়ার লীগের নতুন দল স্বাধীনতা ক্রীড়া সংঘ। ম্যাচে জোড়া গোল করেন প্রথম ম্যাচ খেলতে নামা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ। অপর গোলটি করেন আরেক ব্রাজিলিয়ান রাফায়েল অগোস্তো। রহমতগঞ্জের হয়ে একমাত্র গোলটি করেন ঘানার ফিলিপ আজাহ। আগের ম্যাচে তিন বিদেশি নিয়ে খেললেও এ ম্যাচে শুরু থেকেই ছিলেন আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ। দুই ব্রাজিলিয়ান ও কোস্টারিকান ড্যানিয়েল কলিন্ড্রেসকে নিয়ে গড়া আক্রমণভাগ শুরুতে ছন্দহীন থাকলেও সময় গড়ার সাথে সাথে নিজেদের মেলে ধরে। দুইটি গোল পেনাল্টি থেকে এলেও তৃতীয় গোলটি ছিল চোখ ধাঁধানো। গোল করার সুযোগ এসেছিল রহমতগঞ্জের সামনেও, কিন্তু পেনাল্টি মিস করে সে সুযোগ হাত ছাড়া করেন ফিলিপ আজাহ। পুরো ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন আবাহনীর ডিফেন্ডার টুটুল হাসান বাদশা। তার ভুলে প্রথম গোল হজমের পর বক্সের মধ্যে হাতে বল লাগিয়ে করে পেনাল্টি উপহার দেন তিনি। যদিও পেনাল্টি থেকে গোল করতে পারেনি রহমতগঞ্জ। ২১ মিনিটে রহমতগঞ্জকে এগিয়ে নেন এনামুল ইসলাম গাজী। বক্সের মধ্যে ফিলিপ আজাহকে আটকাতে গিয়ে তার শরীরের সঙ্গে লেগে পড়ে যান হৃদয়, আবারো বল নিয়ন্ত্রণে নেন আজাহ কিন্তু নুরুল নাইম ফয়সাল বাধা দেয়ার চেষ্টা করলে তাকেও পরাস্ত করেন এই ঘানায়ান ফুটবলার। সেখান থেকে আজাহর কাট-ব্যাক এনামুল ইসলাম গাজী বাম পায়ে প্লেসিং শট নিলেও গোল মুখ থেকে টুটুল হাসান বাদশার পায়ে লেগে বল জালে জড়ায় (১-০)। গোল হজমের পরের মিনিটেই ম্যাচে সমতায় ফেরে আবাহনী। বক্সের মধ্যে ড্যানিয়েল কলিন্ড্রেসকে ফাউল করেন ডিফেন্ডার মোহাম্মদ তারেক, সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি বিতু রাজ বড়ুয়া। পেনাল্টি থেকে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ (১-১)। ৪২ মিনিটে বক্সের মধ্যে টুটুল হাসান বাদশার হাতে বল লাগায় পেনাল্টি পায় রহমতগঞ্জ। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেনি ঘানার ফিলিপ আজাহ। তার শট বাম দিকে ঝাঁপিয়ে রক্ষা করেন গোলরক্ষক মাহফুজ হাসান প্রিতম। ৫১ মিনিটে দুই ব্রাজিলিয়ান মিলে আবাহনীকে এগিয়ে নেন। আরও এক বার পায়ের জাদু দেখান ব্রাজিলিয়ান রাফায়েল অগোস্তো। বাঁ প্রান্তের টাচ লাইনে রহমতগঞ্জের দুই ডিফেন্ডারকে দুর্দান্তভাবে কাটিয়ে বল ঠেলে দিলে গোল মুখ থেকে ব্যাক হিলে লক্ষ্যভেদ করেন আরেক ব্রাজিলিয়ান ডরিয়েল্টন (২-১)। ৭০ মিনিটে পেনাল্টি থেকে আবাহনীর ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান রাফায়েল অগোস্তো। হ্যাটট্রিক করার সুযোগ ছিল আরেক ব্রাজিলিয়ান ডরিয়েল্টনের সামনে কিন্তু নিজে পেনাল্টি না নিয়ে অগোস্তোর দিয়ে দেন এই ব্রাজিলিয়ান (৩-১)।
×