ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আশ্বিনের অনন্য নজির

প্রকাশিত: ০০:০৮, ৮ ডিসেম্বর ২০২১

আশ্বিনের অনন্য নজির

স্পোর্টস রিপোর্টার ॥ গত ফেব্রুয়ারি-মার্চে ইংল্যান্ড সিরিজে একটি ম্যাচেও রবিচন্দ্রন আশি^নকে খেলানো হয়নি। বল হাতেই অবজ্ঞার জবাব দিলেন এ তারকা স্পিনার। মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ৩৭২ রানের জয় পেয়েছে ভারত। যেখানে ইনিংসে ১০ উইকেটের সবকটি নিয়ে জিম লেকার ও অনিল কুম্বলের পাশে নাম লিখিয়েছেন নিউজিল্যান্ড স্পিনার এজাজ প্যাটেল, ম্যাচে তার শিকার ১৪ উইকেট। ১৫০ ও ৬২ রানের দুটি ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। তবে দুই টেস্টে ৭০ রানের বিনিময়ে ১৪ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন ৩৫ বছর বয়সি আশি^ন। রানের হিসাবে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় জয়ের তিনটিতেই ম্যান অব দ্য সিরিজ হলেন ডানহাতি অফস্পিনার। এর আগে ২০১৬ সালে ইন্দোরে এই নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত পেয়েছিল ৩২১ রানের জয়, ২০১৫ সালে দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩৭ রানে। এবার সেই দুটিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ে বিরাট কোহলির দল। যেখানে ফের সিরিজসেরা আশি^ন। এই সিরিজেই হরভজন সিংকে (৪১৭) টপকে ভারতের হয়ে টেস্টে তৃতীয় সর্বোচ্চ ৪২৭ উইকেট শিকার করেছেন। সামনে আছেন কেবল অনিল কুম্বলে (৪৩৪) ও কপিল দেব (৬১৯)। ৮১ টেস্টের ক্যারিয়ারে আশ্বিন ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩০ বার, ৪ উইকেট ২১ বার। ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন ৭ বার।
×