ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্যান্ডোরা পেপার্সের দ্বিতীয় দফায় ৮ বাংলাদেশীর নাম

প্রকাশিত: ২৩:৪৩, ৮ ডিসেম্বর ২০২১

প্যান্ডোরা পেপার্সের দ্বিতীয় দফায় ৮ বাংলাদেশীর নাম

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের গোপন সম্পদ, আর্থিক লেনদেন, কর ফাঁকি ও অর্থ পাচারের তথ্য ফাঁস হওয়া প্যান্ডোরা পেপার্সের দ্বিতীয় দফায় আট বাংলাদেশীর নাম পাওয়া গেছে। সোমবার বাংলাদেশ সময় মধ্যরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের (আইসিআইজে) ফাঁসকৃত আর্থিক দলিলপত্রে ওই ৮ বাংলাদেশীর নাম প্রকাশ করা হয়েছে। আইসিআইজে তাদের প্রতিবেদনে জানায়, ওইসব নথিতে সাত লাখ ৪০ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানের গোপন তথ্য ওঠে এসেছে। প্যান্ডোরা পেপার্সের দ্বিতীয় দফায় যে ৮ বাংলাদেশীর নাম পাওয়া গেছে তাদের সবারই অন্য দেশের নাগরিকত্ব রয়েছে। এসব দেশের মধ্যে আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া এবং আর্জেন্টিনা। দ্বিতীয় দফায় প্রকাশিত প্যান্ডোরা পেপার্সের নথিতে নিহাদ কবীর নামের এক বাংলাদেশী নারী ব্যবসায়ীর নাম রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্টের পদে রয়েছেন। নথির তথ্যে, তার বাসস্থানের ঠিকানা দেখানো হয়েছে রাজধানী ঢাকার ইন্দিরা রোডে তার একটি বাসা। ক্যাপিটাল ফেয়ার হোল্ডিংস লিমিটেড নামে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে তার মালিকানাধীন একটি প্রতিষ্ঠান রয়েছে। ২০০৮ সালের ৮ আগস্ট ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে অফশোর কোম্পানি হিসেবে এটি নিবন্ধিত হয়। এই নথিতে ইসলাম মঞ্জুরুল নামের আরেক বাংলাদেশীর নাম রয়েছে। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে ওরিয়েন্টাল এগ্রিকালচারাল কেমিক্যাল কোম্পানি নামে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানের মালিক তিনি। তার বাসার ঠিকানা হিসেবে পাওয়া গেছে গুলশান। তার যুক্তরাজ্যের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। অন্য বাংলাদেশী যাদের নাম নথিতে ফাঁস হয়েছে তারা হলেন সাইদুল হুদা চৌধুরী, আনিতা রানী ভৌমিক, সাকিনা মিরালি, মোহাম্মদ ভাই, ওয়াল্টার প্রাহমাদ ও ড্যানিয়াল আরনেস্টো আয়ুবতী। সাইদুল হুদা, সাকিনা ও মোহাম্মদ ভাইয়ের ঠিকানা দেয়া হয়েছে গুলশান। আনিতা রানীর ঠিকানা দেয়া ছিল চকবাজার।
×