ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদাকে শনিবারের মধ্যে বিদেশ না পাঠালে আন্দোলনে যাবেন আইনজীবীরা

প্রকাশিত: ২৩:৪১, ৮ ডিসেম্বর ২০২১

খালেদাকে শনিবারের মধ্যে বিদেশ না পাঠালে আন্দোলনে যাবেন আইনজীবীরা

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় আইন নয় সরকার বাধা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। এদিকে শনিবারের মধ্যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে সর্বাত্মক আন্দোলনে যাবে বলে সমাবেশ থেকে ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবীরা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, আমরা এই সরকারকে তিন দিন সময় দিলাম। শনিবারের মধ্যে খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে রবিবার আমরা দেশব্যাপী আইনজীবীরা অনশন ধর্মঘট করব। এরপরেও যদি সরকার সোজা না হয় আমি জানি না কি হবে? আমি একজন মুক্তিযোদ্ধা, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমি জানি আজকের সূর্যের মুখ মেঘ ঢেকে রেখেছে। আগামীকাল কিন্তু সূর্য উঠবে। ফখরুল বলেন, আমাদের আইনজীবীরা বলেছেন, আইন দেখাচ্ছেন। কোন আইন? যে আইন দেখাচ্ছেন ৪০১ ধারা। সেখানে পরিষ্কার করে বলা আছে যে, চাইলে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পারে। এখানে আইন কোন বাধা নয়, বাধা হচ্ছে সরকার। আইনজীবীদের আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আমাদের মধ্যে একটা আশার সঞ্চার হলো। আমরা কিন্তু পথে পথে ঘুরছি। আজকে সারাদেশ থেকে আইনজীবীরা এসে আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আন্দোলনের ঘোষণা দিয়ে উজ্জীবিত করেছেন। আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমানের সভাপতিত্বে ও এ্যাডভোকেট ওমর ফারুকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শাহজাহান ওমর, এ্যাডভোকেট মীর নাসির উদ্দিন, এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, এ্যাডভোকেট আহমেদ আজম খান, এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, এ্যাডভোকেট আবেদ রাজা, এ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
×