ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে খালে পড়ে এবার নিখোঁজ হলো শিশু

প্রকাশিত: ২৩:৪০, ৮ ডিসেম্বর ২০২১

চট্টগ্রামে খালে পড়ে এবার নিখোঁজ হলো শিশু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে খালে পড়ে এবার নিখোঁজ হলো এক শিশু। ষোলশহর এলাকার চশমা খালে তলিয়ে যাওয়া দশ বছর বয়সী এই শিশুটির নাম কামাল। হতভাগ্য শিশুটি নিখোঁজ যাওয়ার প্রায় একদিন পর জানাজানি হয় ঘটনাটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস মঙ্গলবার উদ্ধার কাজ শুরু করে। তবে চশমা খালে ময়লা ও আবর্জনা থাকায় উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হচ্ছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান মেলেনি। গত সোমবার চশমা খালে পড়ে নিখোঁজ হয় মোঃ কামাল। শিশুটি ও তার বন্ধু রাকিব একসঙ্গে একটি খেলছিল খালের পাড়ে। অসাবধানতাবশত দুজনই ষোলশহরে ভূমি অফিসের পাশের চশমা খালে পড়ে যায়। নিখোঁজ কামাল ষোলশহর স্টেশন এলাকার মোঃ কাউসারের ছেলে। জানা গেছে, তারা স্টেশন এলাকায় বস্তিতে থাকে। স্থানীয় একটি এনজিও স্কুলে পড়ে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, আমরা খবর পেয়ে উদ্ধার অভিযানে এসেছি। আমাদের ডুবুরি দল নেমেছে। তবে যে পরিমাণ ময়লা আবর্জনা তাতে উদ্ধার কাজে ব্যাপক সমস্যা হচ্ছে। গত সোমবার দুটি ছেলে সেখানে পড়ে যায়। এদের মধ্যে রাকিব নামের একজন কোন রকমে উঠতে পারলেও কামাল নামের অপর শিশুটি তলিয়ে যায় বলে জানতে পেরেছি। যে পরিমাণ ময়লা আবর্জনা, তা অপসারণ করে উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে। গত সোমবার বৃষ্টির কারণে ব্যাপক স্রোত ছিল, সে সময় ডুবে যায় ছেলেটি। নিখোঁজ কামালের বন্ধু রাকিব জানিয়েছে, গত সোমবার বিকেল চারটার দিকে তারা খেলার সময় দুজনই পড়ে যায় চশমা খালে। এর মধ্যে সে উঠতে পারে। কিন্তু কামাল উঠতে পারেনি। ভয়ে রাতে কাউকে জানায়নি। তবে পরিবার সন্ধ্যায় জানার পর তারা এসে ওই এলাকায় খোঁজ করে। এদিকে রাতে কামালের পরিবার চশমা খাল এলাকায় পুলিশ সদস্যদের বিষয়টি জানালেও তারা বিষয়টিকে পাত্তা না দিয়ে নিজ দায়িত্বে তাদের ছেলেকে খুঁজতে বলে, এমনই অভিযোগ রয়েছে। এরপর মঙ্গলবার সকালে স্থানীয় এনজিও পরিচালিত স্কুলটিতে কামাল অনুপস্থিত থাকলে এনজিও কর্মীদের মাধ্যমে বিষয়টি জানাজানি হয়।
×