ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ আজ উন্নয়নের বিস্ময় : স্পিকার

প্রকাশিত: ২১:৫৪, ৭ ডিসেম্বর ২০২১

স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ আজ উন্নয়নের বিস্ময় : স্পিকার

নিজস্ব সংবাদদাতা , মাগুরা ॥ মাগুরা মুক্ত দিবসে শুভেচ্ছা জানিয়ে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। তিনি আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে মাগুরা মুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার বক্তব্যে বলেন, ১৭ মে ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ আজ উন্নয়নের বিস্ময়। বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল। ইতিমধ্যে আমরা সল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের স্মীকৃতি পেয়েছি জাতিসংঘে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নত দেশ হবে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে এখন শীর্ষে’। মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ এমপি, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শাহাজান খান এমপি,মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, ময়মনসিংহ ১০ আসনের সংসদ সদস্য ফাহমী গোলদাজ বাবেল। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে মাগুরার রয়েছে গৌরবোজ্জ¦ল ভূমিকা। মাগুরাকে শত্রুমুক্ত করতে সাহসি ভূমিকা রেখেছেন বীর মুক্তিযোদ্ধারা। দেশের উন্নয়নে এখন ভূমিকা রাখছেন মাগুরাবাসী। এখানকার সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে জারি,সারি, অষ্টকগান,নৌকাবাইচসহ নানা লোকাজ অনুষ্ঠান। ফসল উৎপাদনে এটি দেশের অন্যতম সফল জেলা।
×