ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ে সরিষা চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা

প্রকাশিত: ২১:৪৬, ৭ ডিসেম্বর ২০২১

ধামরাইয়ে সরিষা চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা

সংবাদদাতা, ধামরাই, ঢাকা ॥ ধামরাইয়ে টানা কয়েক দিনের বৃষ্টিতে সরিষা ক্ষেতের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে,হেলে পড়েছে সরিষা গাছ,ক্ষেতে জমেছে পানি।এ বছর ধামরাইতে প্রায় ৫ হাজার ২ শত হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে,শুরু দিকে সরিষা গাছের অবস্থান দেখে চাষীরা মনে করেছেন ফলন অনেক ভালো হবে,কিন্তু টানা কয়েক দিনের বৃষ্টির কারণে সরিষার ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা,অতি বৃষ্টি ও ধমকা হাওয়ার কারনে সরিষার গাছ গুলো পরে গেছে মাটিতে। কৃষক মোঃ জাহিদ হোসেন জানান,ঝড়ো হাওয়া ও বৃষ্টির জন্য সরিষা গাছ হেলে পড়েছে ক্ষেতের নিচু জায়গায় জমেছে বৃষ্টির পানি। পানি সড়ানোর জন্য ড্রেন কাটা হয়েছে,এ বছর সরিষা বেশি মনে হয় ঘরে তুলতে পারবো না। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুল হাসান বলেছেন অতিদ্রুত সরিষা জমি থেকে পানি নামিয়ে দিতে হবে এবং বৃষ্টি শেষ হয়ে গেলে ছত্রাক নাশক মুক্ত বিষ জমিতে দিলে সরিষার তেমন কোন ক্ষতি হবে না।
×