ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে বেসরকারী উদ্যোগে নির্মিত হচ্ছে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র

প্রকাশিত: ২০:৫৭, ৭ ডিসেম্বর ২০২১

গাজীপুরে বেসরকারী উদ্যোগে নির্মিত হচ্ছে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে শ্রীপুরের বরামা এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে বেসরকারী উদ্যোগে নির্মিত হচ্ছে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র। বি-আর পাওয়ার জেনের উদ্যোগে এ প্রকল্পটি নির্মান করবে ম্যাক্স ইন্ফ্রাস্ট্রাকচার লিমিটেড। আগামী ১৫মাসের মধ্যে এ প্রকল্পটির নির্মান কাজ শেষ হবে বলে জানিয়েছেন এর উদ্যোক্তারা। মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর -৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। বি-আর পাওয়ারজেন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, জার্মানির ম্যান এনার্জি সলিউশনস এর প্রতিনিধি ড. নাহিদ। উদ্যোক্তারা জানান, এ প্রকল্পটি হেবি ফ্লু ওয়েল (এইচএফও) ভিত্তিক। আগামী ১৫মাসের মধ্যে এ প্রকল্পটি শেষ করার লক্ষমাত্রা নেয়া হয়েছে। প্রকল্পটির মেয়াদ হবে ২০বৎসর। পরিবেশ বান্ধব ও সামাজিক প্রভাব মূল্যায়নের ভিত্তিতে এ প্রকল্পটি গড়ে তোলা হবে। বায়ু ও শব্দ দূষন রোধে বিশেষ ডিজাইন গড়ে তোলায় ইতোমধ্যেই পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিয়েছে। বিশ্বখ্যাত ইঞ্জিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ম্যান এনার্জি সলিউশনস এ প্রকল্পের প্রধান সরঞ্জাম সরবরাহ করবে। ইউওলার হার্মিস জার্মানির তত্ত্বাবধানে প্রকল্পের অর্থায়ন করবে কমার্স ব্যাংক অব জার্মানী। অনুষ্ঠানে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পের অংশীদার ম্যাক্স গ্রুপ। আমাদের নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, বর্তমানে সরকারকে আমরা বিদ্যুত দিচ্ছি। বর্তমান সরকারের প্রথম মেয়াদে কুইক রেন্টাল প্রকল্প চালু করেছিল। তার জন্যই আমরা পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছি। এখানে যে বিদ্যুৎ কেন্দ্রটি হবে তা হবে শক্তিশালী ও আর্ন্তজাতিক মানের। আমাদের আশা রয়েছে, নির্ধারিত সময়ের পূর্বেই কেন্দ্রটির নির্মান কাজ সম্পন্ন হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি বলেন, করোনার কারণে যখন পৃথিবীজুড়ে অর্থনৈতিক মন্দা চলছে সেখানে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ পৃথিবীর উন্নয়নের রোল মডেল। এ বিদ্যুৎ কেন্দ্র নির্মানে বা অন্যকোন উন্নয়নমূলক কর্মকান্ডে কেউ প্রতিবন্ধকতা তৈরী করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
×