ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে শীতার্তরা তুলে নিলেন যার যার কম্বল

প্রকাশিত: ২০:১৭, ৭ ডিসেম্বর ২০২১

গাজীপুরে শীতার্তরা তুলে নিলেন যার যার কম্বল

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ একে একে এগিয়ে আসছেন বিভিন্ন বয়সের শীতার্ত মানুষেরা, একটা করে কম্বল তুলে নিয়ে ফিরে যাচ্ছেন যার যার ঘরে। মঙ্গলবার বিকেলে গাজীপুর সদর উপজেলার কচি-কাঁচা একাডেমি প্রাঙ্গণে ৩শ’ কম্বল গ্রহণ করেন বিভিন্ন বয়সের মানুষেরা। গত বছরের মতোই এবারও ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির উদ্যোগে ‘শীতার্তদের জন্য সামান্য উপহার’ প্রদানের ব্যবস্থা করা হয়। সোসাইটির সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী বলেন, “শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে আমরা ৩শতাধিক কম্বলের ব্যবস্থা করেছি, এই কম্বল শীতার্তদের হাতে কেউ তুলে দেয়নি, তাদের জিনিস তারাই নিজ হাতে তুলে নিয়েছেন। সম্মানের সঙ্গে অন্যদের কিভাবে দিতে হয়, শিশুদের সেই শিক্ষা আমরা দিতে চাই।” মানুষকে কিছু দিলে সম্মানের সঙ্গেও দেয়া যায় এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “হয়তো জীবনের ঘাত-প্রতিঘাতে আজকে অসচ্ছল মানুষেরা শীতবস্ত্র নিতে এসেছেন। আমরাও হয়তো শীতবস্ত্র গ্রহণকারী হতে পারতাম, একথা আমরা সবসময় মাথায় রাখি।” উল্লেখ্য, গত পবিত্র রমজান মাসে যারা ‘সামান্য ইফতার’ গ্রহণ করেছিলেন তদের মধ্যে ৩০০ শীতবস্ত্র উপহার দেওয়া হয়।
×