ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলফামারীতে ছোট বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল বড় বোনের

প্রকাশিত: ১৭:৪৭, ৭ ডিসেম্বর ২০২১

নীলফামারীতে ছোট বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল বড় বোনের

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পুকুরে পড়ে যাওয়া ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোন প্রাণ হারিয়েছে। আ আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় মর্মার্তিক এই ঘটনাটি ঘটে নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের আদর্শপাড়া গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানায় একই উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বেরুবন্দ এলাকার তৈয়ব আলীর স্ত্রী বেঞ্জুয়ারা বেগম তার দুই মেয়েকে মীরগঞ্জ আদর্শপাড়ায় বাবার বাড়ীতে বেড়াতে আসে। ঘটনার দিন আজ মঙ্গলবার সকাল ১১ টায় নানার বাড়ীর পিছনে থাকা পুকুরে আট বছরের মেয়ে তামান্না আক্তার পড়ে যায়। ছোট বোনকে বাঁচাতে বড় বোন তিথি মনি(১১) পুকুরে ঝাঁপ দেয়। বাড়ির লোকজন ছুটে এসে ছোট বোনকে তামান্নাকে নিরপদে উদ্ধার করলেও বড় বোন তিথিকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। সে পুকুরের একটি বড় গর্তে তলিয়ে গিয়েছিল। পরে গ্রামবাসী দুই ঘন্টা চেষ্টা চালিয়ে পুকুরের ওই গর্ত থেকে তিথির মরদেহ উদ্ধার করে।বিষয়টি নিশ্চিত করে মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি আব্দুর রহিম।
×