ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বশেমুরকৃবি এপিএ বাস্তবায়নে শীর্ষস্থান অর্জন করেছে

প্রকাশিত: ১৭:৪৭, ৭ ডিসেম্বর ২০২১

বশেমুরকৃবি এপিএ বাস্তবায়নে শীর্ষস্থান অর্জন করেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এপিএ বাস্তবায়নে শীর্ষস্থান অর্জন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)। ২০২০-২০২১ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক মূল্যায়নে এবং সর্বোচ্চ প্রাপ্ত নম্বরের (৯৮.৩৮) ভিত্তিতে গাজীপুরের এ বিশ^বিদ্যালয়টি শীর্ষস্থান অর্জন করে। এপিএ মূল্যায়নে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় শীর্ষস্থান অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (৯৩.৮০) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৯২.১৫)। এ সাফল্য অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সকলের আন্তরিক প্রচেষ্টা ও সর্বাতœক সহযোগিতার জন্য মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বলেন, মন্ত্রি পরিষদ বিভাগের নির্দেশনা অনুসরণে বিশ^বিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও বহিরাঙ্গন কার্যক্রম, মুজিববর্ষ উদযাপন, কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় গৃহীত কর্মসূচি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার-২০১৮, প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২৫, এসডিজি ২০৩০, বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিয়ে বশেমুরকৃবি বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (২০২০-২১) প্রণয়ন করা হয়। তিনি সংশ্লিষ্ট সকলের ধারাবাহিক প্রচেষ্টা ও আন্তরিক সহযোগীতা বিশ্ববিদ্যালয়ের এ অনন্য সাফল্যের ভিত্তি বলে উল্লেখ করেন। আগামী দিনগুলোতেও বশেমুরকৃবি’র এ আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। দুর্নীতি প্রতিরোধ, সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি, বাস্তবধর্মী কর্মকান্ডে উৎসাহ প্রদান এবং কর্মকৃতি বা পারফরমেন্স মূল্যায়নের লক্ষ্যে সরকার ২০১৪-১৫ অর্থ বছর হতে সরকারী, স্বায়ত্বশাসিত সকল প্রতিষ্ঠান ও অফিসসমূহে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ প্রবর্তন করে যা বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ বলে সর্বমহলে স্বীকৃত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার ইউজিসি কর্তৃক এপিএ মূল্যায়নের এ সাফল্যে গর্বিত এবং আনন্দিত।
×