ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে গ্যাসের আগুনে দগ্ধ গৃহকর্তার মৃত্যু

প্রকাশিত: ১৭:৪০, ৭ ডিসেম্বর ২০২১

আড়াইহাজারে গ্যাসের আগুনে দগ্ধ গৃহকর্তার মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধুপ্তারা ইউনিয়নের কুমারপাড়া এলাকায় একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ গৃহকর্তা মোঃ সোলাইমান (৪২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাত ১০টায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। একই ঘটনায় সোলেমানের স্ত্রী ও তার দুই সন্তান চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, আড়াইহাজার উপজেলার ধুপ্তারা ইউনিয়নের কুমারপাড়া গ্রামে রবিবার ভোরে কাপড় বিক্রেতা সোলায়মানের বাড়িতে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে যায়। এ সময় গৃহকর্তা সোলেমান (৪২), তার স্ত্রী রীমা আক্তার (৩১), তাদের দুই সন্তান মাহিদ (১৩) ও আরশ (৩) দগ্ধ হন। তাদেরকে উদ্ধার কওে শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সোমবার রাতে গৃহকর্তা সোলেমান চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
×