ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জবির তিন ইউনিটের মেধাতালিকা প্রকাশ

প্রকাশিত: ১৭:২৫, ৭ ডিসেম্বর ২০২১

জবির তিন ইউনিটের মেধাতালিকা প্রকাশ

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক এর সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সপ্তম সভা শেষে এ তথ্য জানানো হয়েছে। সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 'এ' ইউনিটে ২৩,৯৫৫ (তেইশ হাজার নয়শত পঞ্চান্ন) জন, 'বি' ইউনিটে ৯,৯৪০ (নয় হাজার নয়শত চল্লিশ) জন এবং 'সি' ইউনিটে ৭,৭৬২ (সাতহাজার সাতশত বাষট্টি) জন ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। মেধাতালিকাসহ বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.jnu.ac.bd এবং www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে। সভায় ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালক (ছাত্র-কল্যাণ), পরিচালক (আইসিটি) সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামীকাল ৮ ডিসেম্বর নির্ধারিত আসনে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। প্রথম মেধাতালিকায় মনোনীত শিক্ষার্থীদের আগামী ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে ভর্তির ফিস জমা দিতে হবে, দ্বিতীয় মেধাতালিকায় মনোনীত শিক্ষার্থীদের আগামী ২০ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে এবং তৃতীয় মেধাতালিকায় মনোনীত শিক্ষার্থীদের আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ভর্তির ফিস জমা দিতে হবে। প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবার তিন ইউনিটে ২ হাজার ৭৬৫ সিটের বিপরীতে ভর্তির আবেদন করেছে ৩৮ হাজার ৭১০ জন শিক্ষার্থী। আসনপ্রতি লড়বে ১৪ জন শিক্ষার্থী। গত মঙ্গলবার (৩০ নবেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে আবেদনের সময় শেষ হয়।
×