ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাগুরায় নানা কর্মসূচীতে মাগুরা মুক্ত দিবস পালিত

প্রকাশিত: ১৬:৪৩, ৭ ডিসেম্বর ২০২১

মাগুরায় নানা কর্মসূচীতে মাগুরা মুক্ত দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ আজ ৭ ডিসেম্বর মঙ্গলবার মাগুরা পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে পাকহানাদার মুক্ত হয় মাগুরা। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকে নানা কর্মসূচী গ্রহন করা হয়। সকাল ১০টায় নোমানী ময়দানে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাতারন সম্পাদক পংকজ কুন্ডু,পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ। এসময় জাতীয় পতাকা উত্তোলন শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এছাড়া বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর এমপি বলেন, ‘আজ আমাদের সবচেয়ে গৌরবের দিন। আমাদের বীর মুক্তিযোদ্ধারা এই দিন মাগুরাকে শত্রুমুক্ত করেছিলেন। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। এখন আমাদের কাজ হচ্ছে স্বাধীন সোনার বাংলা গড়ার যে কাজ বঙ্গবন্ধু শুরু করে গেছেন তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে তা শতভাগ সফল করা। যা অনেকাংশে আমরা ইতিমধ্যে সফল করেছি। তবে এটিকে নস্যাত করার জন্য স্বাধীনতার পরাজিত শক্তিরা এখনো নানা ষড়যন্ত্র করছে। সাবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে।’ মুক্তিযোদ্ধারা জানান, মাগুরাকে শত্রু মুক্ত করতে ৬ ডিসেম্বর মুক্তি বাহিনী ও মিত্র বাহিনী বিভিন্ন পাকিস্তানী ক্যাম্পে আক্রমণ চালায়। একই সাথে মিত্রবাহিনীর আগ্রাসনের ভয়ে পাকিস্তানী সেনারা রাতারাতি মাগুরা শহর ত্যাগ করতে বাধ্য হয়। ৭ ডিসেম্বর মাগুরা শত্রুমুক্তির আনন্দে মুক্তিকামি মানুষের ঢল নামে সারা শহরে। জয় বাংলা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা মাগুরা এলাকা।
×