ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দায়িত্বে অবহেলায় কর্মীর মৃত্যু ॥ নেসকোর দুই কর্মকর্তা বরখাস্ত

প্রকাশিত: ১৫:৫৩, ৭ ডিসেম্বর ২০২১

দায়িত্বে অবহেলায় কর্মীর মৃত্যু ॥ নেসকোর দুই কর্মকর্তা বরখাস্ত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বিদ্যুতের খুঁটিতে কাজের সময় অবহেলায় রেজাউল ইসলাম নামের এক কর্মীর মৃত্যুর ঘটনায় রাজশাহী নেসকোর দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নেসকোর প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ বলেন, ওই দুর্ঘটনার পেছনে দায়িত্বজ্ঞানহীনতার জন্য সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক এবং সাব স্টেশন পরিচারক সোহাগ মজুমদার সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনার পর পরই নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি বিষয়টি তদন্ত করছে। ৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। প্রতিবেদন পেলে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে। প্রসঙ্গত, গত রবিবার দুপুরে রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে লাইন সংযোগ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রেজাউল ইসলাম (৩৮)। ঢাকায় নেয়ার পথে সোমবার সিরাজগঞ্জে তিনি মারা যান। নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, সোমবার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়। ওইদিন বিকেলেই লাশ পরিবারের কাছেন হস্তান্তর করা হয়। জানা গেছে, রেজাউল নগরীর চন্দ্রিমা থানা এলাকার মুসরইল এলাকার মো. আলাউদ্দিনের ছেলে। রেজাউল নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) গাড়ির হেলপার ছিলেন। প্রায়ই তাকে বৈদ্যুতিক কাজে পাঠানো হতো। দুর্ঘটনার সময় তার কোনো নিরাপত্তা সরঞ্জাম ছিল না। বাঁশের মই বেয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠেছিলেন তিনি।
×