ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৩০০ রান করে ইনিংস ঘোষণা করল পাকিস্তান

প্রকাশিত: ১৪:৪২, ৭ ডিসেম্বর ২০২১

৩০০ রান করে ইনিংস ঘোষণা করল পাকিস্তান

অনলাইন রিপোর্টার ॥ পাকিস্তান অধিনায়ক বাবর আজম ইনিংস ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিলেন। কিন্তু ফাওয়াদ আলমের রান তখনও ৪৮ থাকায় পেছাতে হয় ইনিংস ঘোষণার ক্ষণ। অবশেষে ৯৯তম ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে পূরণ হয় ফাওয়াদের ফিফটি ও দলীয় ৩০০ রান। এরই সঙ্গে নিজেদের ইনিংস ঘোষণা করে দেন বাবর। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে তাদের প্রথম ইনিংসের সংগ্রহ ৪ উইকেটে ঠিক ৩০০ রান। ফাওয়াদ আলম ৫০ ও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ৫৩ রানে অপরাজিত থাকেন। বৃষ্টিতে তৃতীয় দিনের পুরোটা পরিত্যক্ত হওয়ার পর আজকের খেলাও শুরু হয় নির্ধারিত সময়ের ৮০ মিনিট পর। যেখানে শুরুতেই দুই সেট ব্যাটার আজহার আলি ও বাবর আজমকে সাজঘরে পাঠিয়ে দেন বাংলাদেশ দলের দুই পেসার এবাদত হোসেন ও খালেদ আহমেদ। এরপর ফাওয়াদ-রিজওয়ানের বিপক্ষেও বেশ কিছু সুযোগ তৈরি করেন এবাদত-খালেদ-তাইজুল ইসলামরা। কিন্তু কখনও রিভিউ না নেওয়ার হতাশা, আবার কখনও ক্যাচ ছেড়ে দেওয়া- বারবার বেঁচে যান পাকিস্তানের দুই ব্যাটার। শেষ পর্যন্ত ১০৩ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়েই ইনিংস শেষ করেন তারা।
×