ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘শিক্ষা-সংস্কৃতির সমন্বয় করেন রফিকুল ইসলাম’

প্রকাশিত: ০১:০৭, ৭ ডিসেম্বর ২০২১

‘শিক্ষা-সংস্কৃতির সমন্বয় করেন রফিকুল ইসলাম’

স্টাফ রিপোর্টার ॥ একজীবনে অধ্যাপক রফিকুল ইসলাম শিক্ষা ও সংস্কৃতির অনন্য সমন্বয় সাধন করেছিলেন। আমরা যদি একটি সুশিক্ষিত এবং সংস্কৃতিবান জাতি গঠন করতে পারি তবেই অধ্যাপক রফিকুল ইসলামের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা সম্ভব হবে। স্মরণসভায় এভাবেই জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মূল্যায়ন করলেন বক্তারা। গত ৩০ নবেম্বর প্রয়াত হন বাংলা একাডেমির সভাপতি, সাবেক মহাপরিচালক, ভাষাসংগ্রামী, প্রখ্যাত নজরুল গবেষক ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। সোমবার বাংলা একাডেমি একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে প্রয়াত জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের জীবন ও কর্ম সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করেনÑ বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, অধ্যাপক শওকত আরা হোসেন, কবি কামাল চৌধুরী, শিল্পী ড. লিনা তাপসী খান, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় আসানসোল, ভারতের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোনালিসা দাস, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদ সদস্য ড. মনিরুল ইসলাম খান প্রমুখ। অধ্যাপক রফিকুল ইসলামের পরিবারের পক্ষ থেকে ভার্চুয়ালি স্মৃতিচারণে অংশ নেন অধ্যাপক রফিকুল ইসলামের সহধর্মিণী জাহানারা ইসলাম এবং কন্যা মেঘলা ইসলাম।
×