ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আদিবাসী জনগোষ্ঠী নেতৃবৃন্দের সঙ্গে মহিলা পরিষদের মতবিনিময়

প্রকাশিত: ০০:৩৪, ৭ ডিসেম্বর ২০২১

আদিবাসী জনগোষ্ঠী নেতৃবৃন্দের সঙ্গে মহিলা পরিষদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥ ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ করে সমঅধিকার নিশ্চিত কর’ এই স্লোগানকে সামনে রেখে প্রস্তাবিত অভিন্ন পারিবারিক আইন বিষয়ে আদিবাসী জনগোষ্ঠী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সোমবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম, মুনিরা খান মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ ফওজিয়া মোসলেম। সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। এ সময় প্রস্তাবিত অভিন্ন পারিবারিক আইনের প্রস্তাবনা উপস্থাপন করেন লিগ্যাল এ্যাডভোকেসি ও লবি পরিচালক এ্যাডভোকেট মাকছুদা আক্তার। সভায় বক্তারা সকলকে পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তির ইতিহাস সম্পর্কে জানার আহ্বান জানিয়ে বলেন, আইনটির অধীনে চট্টগ্রামে এখনও শাসন চলছে। এর রেজ্যুলেশন বাস্তবায়ন নিয়ে এখন আইনী লড়াই চলছে। এই আইন বাতিল করা হলে আদিবাসীদের জীবনে আরও প্রান্তিকতা নেমে আসবে। বক্তারা আদিবাসীদের মানবাধিকার ও সমতা প্রতিষ্ঠার জন্য কয়েকটি সুপারিশ প্রদান করেন। সভায় আরও আলোচনা করেন আদিবাসী নারী নেটওয়ার্কের সদস্য সচিব চঞ্চনা চাকমা, সমন্বয়কারী ফাল্গুনী ত্রিপুরা, বাংলাদেশ যুব ফোরামের মনিরা ত্রিপুরা, কাপেং ফাউন্ডেশনের সুজয়া ঘাগ্রা ও মহিলা পরিষদের জুনিয়র আইনজীবী সিনো মারমা।
×