ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এ্যাশেজ

ইংলিশ অধিনায়কের মাইন্ড গেম

প্রকাশিত: ২৩:৫১, ৭ ডিসেম্বর ২০২১

ইংলিশ অধিনায়কের মাইন্ড গেম

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচের আগের দিন দল চূড়ান্ত করার ঘটনা নতুন নয়। তবে এক ধাপ এগিয়ে তিনদিন আগেই এ্যাশেজের প্রথম টেস্টের একাদশ ঘোষণা করে চমক দেখিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। কলঙ্ক মাথায় টিম পেইনের সরে দাঁড়ানো বিতর্ক পেছনে ফেলে পেসার হিসেবে দেশটির ইতিহাসের প্রথম স্থায়ী অধিনায়ক হিসেবে টস করতে উদগ্রীব প্যাট কামিন্স। পাঁচ টেস্টের সিরিজ। বুধবার গ্যাবায় (ব্রিসবেন) কামিন্সের সেই মাহেন্দ্রক্ষণ। অন্যদিকে মাইন্ড গেম খেলছেন জো রুট। সফরকারী অধিনায়ক জানিয়েছেন শেষ মুহূর্তের কন্ডিশন দেখেই দল ঘোষণা করবেন তারা, ‘একাদশে কে কে থাকছে, আমরা সেটা এখনই জানাব না। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস ও উইকেটের অবস্থা দেখে সিদ্ধান্ত নেব।’ এবারের এ্যাশেজ নিয়ে অবশ্য আলোচনা কম হয়নি, গুঞ্জন উঠেছিল করোনাকালে মানসিক ধকলের কথা চিন্তা করে সিনিয়রদের অনেকেই এই সফরে থাকবেন না।
×