ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পঞ্চাশ জয়ে বিরাট কোহলির রেকর্ড

প্রকাশিত: ২৩:৫১, ৭ ডিসেম্বর ২০২১

পঞ্চাশ জয়ে বিরাট কোহলির রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ এবং প্রথম টেস্টে বিশ্রামে ছিলেন বিরাট কোহলি। মুম্বাইয়ে ফিরে প্রথম ইনিংসে আউট হয়েছেন ০ রানে, দ্বিতীয় ইনিংসে ৩৬ । তবে আলোচিত ম্যাচে ৩৭২ রানের রেকর্ড গড়া জয় পেয়েছে তার দল। এতেই অনন্য এক কীর্তি গড়েছেন কোহলি। ভারতের জার্সি গায়ে তিন সংস্করণেই দলের ৫০টি করে জয়ে লিখিয়েছেন নিজের নাম। বিশে^ এমন নজির আর দ্বিতীয়টি নেই। ২০১১ সালে টেস্ট অভিষেক হওয়া কোহলি ৯৭ ম্যাচ খেলে ৫০তম জয়ের সাক্ষী হলেন। খেলোয়াড় হিসেবে ২৫৪ ওয়ানডেতে জয় ১৫৩ এবং ৯৫ টি২০তে ৫৯টি। আর ‘অধিনায়ক’ হিসেবে কোহলির টেস্ট জয় ৩৯টি। নেতৃত্বে সর্বোচ্চ জয়ের তালিকায় তিনি পৌঁছে গেলেন স্টিভ ওয়াহর (৪১) আরও কাছে। ৪৮ জয় নিয়ে রিকি পন্টিং দুইয়ে। ৫৩ জয় নিয়ে রেকর্ডটির মালিক গ্রায়েম স্মিথ।
×