ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইতিহাস গড়া জয়ে শীর্ষে ভারত

প্রকাশিত: ২৩:৪৯, ৭ ডিসেম্বর ২০২১

ইতিহাস গড়া জয়ে শীর্ষে ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ ইতিহাস গড়া টেস্টের শেষটাও হলে ইতিহাসের মধ্য দিয়ে। যার শুরুটা করেছিলেন এজাজ প্যাটেল। প্রথম ইনিংসে ভারতের ১০ উইকেটের পর ম্যাচে ১৪ শিকারে এজাজ প্যাটেলের অবিস্মরণীয় কীর্তি ঢাকা পড়ে গেছে তার দল নিউজিল্যান্ডের ৩৭২ রানের লজ্জার হারে। রানের হিসেবে নিজেদের টেস্ট ইতিহাসে এটিই কিউদের বড় হার, একই সঙ্গে ভারতের সবচেয়ে বড় জয়। চতুর্থ দিনে সফরকারীদের বাকি ৫ উইকেট তুলে নিতে ৪৫ মিনিটের বেশি লাগেনি বিরাট কোহলিদের। ৫৪০ রানের অসম্ভব লক্ষ্য তাড়ায় টম লাথামের দল অলআউট ১৬৭ রানে। প্রথম ইনিংসে তারা গুটিয়ে যায় মাত্র ৬২ রানে। ভারত ৩২৫ ও ২৭৬/৭ (ডিক্লেঃ)। ১৫০ ও ৬২ রানের অবদন্য দুটি ইনিংসের জন্য ম্যাচসেরা হয়েছেন ওপেনার মায়াঙ্কা আগারওয়াল। ১৪ উইকেট নিয়ে সিরিজসেরা স্পিনার রবিচন্দ্রন আশি^ন। দাপুটে এ জয়ে দুই টেস্টের সিরিজ ১-০’ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা। সেই সঙ্গে নিউজিল্যান্ডকে দুইয়ে নামিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলো কোহলির ভারত। টি২০’র পর টেস্টেও নতুন কোচ রাহুল দ্রাবিড়ের শুরুটা হলো সাফল্য দিয়ে। ৫ উইকেটে ১৪০ রান নিয়ে দিনের শুরুতে খানিকটা প্রতিরোধ গড়লেও হেনরি নিকোলস (৪৪) এবং রাঁচীন রবীন্দ্র (১৮) ফেরার পরই হুড়মুড় করে ভেঙ্গে পড়ে কিউইরা। ১১.৩ ওভারেই বাকি উইকেটগুলো তুলে নিয়ে অতিথিদের গুঁড়িয়ে দেয় ভারত। আগে বিদায় নেন রবীন্দ্র। জয়ন্ত যাদবকে টানা দুটি চার মারার পর বাঁহাতি ব্যাটসম্যান ক্যাচ দেন স্লিপে। নিজের পরের ওভারেই জয়ন্ত ফেরান কাইল জেমিসন (০) ও টিম সাউদিকে (০)। এই অফ স্পিনার এরপর নিজের পরের ওভারে আউট করেন উইলিয়াম সমারভিলকে (১)। আরেকপ্রন্ত আগলে রাখা নিকোলসকে ফিরিয়েই শেষ হয় কিউই ইনিংস। রবিচন্দ্রন আশ্বিনের বলে ঋদ্ধিমান সাহার দুর্দান্ত থামেন নিকোলস। ৫ রানের মধ্যে নিউজিল্যান্ড হারায় শেষ ৫ উইকেট! প্রায় পাঁচ বছর পর টেস্টে ফিরে ক্যারিয়ারসেরা বোলিংয়ে জয়ন্ত নেন ৪৯ রানে ৪ উইকেট। ইনিংসে ৪ আর ম্যাচে আশি^নে শিকার ৮ উইকেট। দাপুটে নৈপুণ্যে প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের বদলা নিল ভারত। ১-০’ ব্যবধানের জয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসা কোহলিদের রেটিং পয়েন্ট ১২৪। ৩ রেটিং খুইয়ে দুইয়ে নেমে গেছে কিউইরা (১২১)। তিন, চার ও পাঁচে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ৩২৫/১০ (১০৯.৫ ওভার; আগারওয়াল ১৫০, গিল ৪৪, কোহলি ০, আইয়ার ১৮, ঋদ্ধিমান ২৭, অক্ষর ৫২; এজাজ ১/১১৯) ও দ্বিতীয় ইনিংস ২৭৬/৭ ডিক্লেঃ (৭০ ওভার; আগারওয়াল ৬২, পুজারা ৪৭, গিল ৪৭, কোহলি ৩৬, আইয়ার ১৪, অক্ষর ৪১*; এজাজ ৪/১০৬, রাঁচীন ৩/৫৬)। নিউজিল্যান্ড প্রথম ইনিংস ৬২/১০ (২৮.১ ওভার; লাথাম ১০, ইয়াং ৪, মিচেল ৮, নিকোলস ৭, ব্লান্ডল ৮, জেমিসন ১৭; সিরাজ ৩/১৯, অক্ষর ২/১৪, আশি^ন ৪/৮) ও দ্বিতীয় ইনিংস ১৬৭/১০ (৫৬.৩ ওভার; ইয়াং ২০, মিচেল ৬০, নিকোলস ৪৪, রবীন্দ্র ১৮; আশি^ন ৪/৩৪, জয়ন্ত ৪/৪৯)। ফল ॥ ভারত ৩৭২ রানে জয়ী। ম্যাচসেরা ॥ মায়াঙ্ক আগারওয়াল (ভারত) সিরিজ ॥ দুই টেস্টের সিরিজ ভারত ১-০’ ব্যবধানে জয়ী। সিরিজসেরা ॥ রবিচন্দ্রন আশি^ন (ভারত)
×