ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যাচ্ছেন না নিউজিল্যান্ড সফরে

সাকিবের ছুটি মঞ্জুর

প্রকাশিত: ২৩:৪৮, ৭ ডিসেম্বর ২০২১

সাকিবের ছুটি মঞ্জুর

মোঃ মামুন রশীদ ॥ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরদিনই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনই (শনিবার) নিউজিল্যান্ড সফরে দুই টেস্টের সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মৌখিকভাবে পারিবারিক সমস্যার কথা জানিয়ে নিউজিল্যান্ডে না খেলার কথা বলেছিলেন সাকিব আল হাসান। এরপরও আনুষ্ঠানিকভাবে নিয়মতান্ত্রিক পথে বিষয়টি না জানানোয় তাকে নিউজিল্যান্ডগামী দলে রাখা হয়। দল ঘোষণার ১ ঘণ্টা পরই বিসিবিকে চিঠি দিয়ে ছুটি চান এ বাঁহাতি অলরাউন্ডার। অসঙ্গতিতে ভরপুর বিষয়টি দারুণ আলোচনার জন্ম দেয়। শেষ পর্যন্ত সোমবার গণমাধ্যমকে সাকিবের ছুটি মঞ্জুর করার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পারিবারিক সমস্যার কথা জানানোয় সাকিবকে এই ছুটি দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ফলে এ নিয়ে টানা তৃতীয়বার নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব। রাত পর্যন্ত বিসিবি থেকে সাকিবের বিকল্প হিসেবে আর কাউকে দলে নেয়ার কথা জানানো হয়নি। পাকিস্তানের বিপক্ষে ৮ ডিসেম্বর দ্বিতীয় ও শেষ টেস্টটি মিরপুরে শেষ হবে। পরদিন সকালেই নিউজিল্যান্ড রওনা হবে বাংলাদেশ টেস্ট দল। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে কোন বিরতি পাবে না দল, সেজন্যই সম্ভাব্য ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে রাখতে ২০ জন নিয়ে পাকদের বিপক্ষে শেষ টেস্টের দল দেয় বিসিবি। সেই দল থেকেই মিরপুর টেস্টের প্রথম দিন সন্ধ্যায় দল ঘোষণা করে বিসিবি। ১৮ জনের সেই দলে সাকিবও ছিলেন। কিন্তু আগের দিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল নিউজিল্যান্ড সফরে যেতে চান না সাকিব এবং মৌখিকভাবে সেটি তিনি জানিয়েও রেখেছিলেন। বিষয়টি আরও নিশ্চিত হয় শনিবার মিরপুর টেস্টের প্রথম দিন বিকেলে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘আনুষ্ঠানিকভাবে সে (সাকিব) কিছু বলেনি। তবে অনানুষ্ঠানিকভাবে সে বলেছে। আমি বলেছি আনুষ্ঠানিকভাবে জানাতে, তারপর সিদ্ধান্ত।’ অর্থাৎ বিসিবি প্রধান সাকিবের নিউজিল্যান্ড সফরে না যাওয়ার বিষয়টি জানতেন। এরপরও তাকে নিয়েই পাপনের বক্তব্যের ঘণ্টা দুয়েক পর নিউজিল্যান্ড সফরের দল দেন নির্বাচকরা। তখন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দাবি করেন, ‘আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য আসেনি এ ব্যাপারে। ক্রিকেট পরিচালনা বিভাগ থেকেও কিছু জানানো হয়নি।’ এমন অসঙ্গতিতে হ-য-ব-র-ল এক পরিস্থিতির সৃষ্টি হয়। সাকিব নিউজিল্যান্ড যাবেন কি যাবেন না তা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও আলোচনা-সমালোচনা তৈরি হয়। সাকিবের নিউজিল্যান্ড সফর ইস্যুতে পুরো বিষয়টি হাস্যরসাত্মক এক পরিস্থিতির সৃষ্টি করে যখন দল ঘোষণা এক ঘণ্টার মধ্যেই বিসিবির কাছে ছুটি চেয়ে তিনি আবেদন করেন। সেই আবেদনে পারিবারিক সমস্যার কথা জানান সাকিব। তখনই নিশ্চিত হয়ে যায় বাঁহাতি এ অলরাউন্ডার নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না। তবে বিসিবি গত ২ দিন এ ব্যাপারে কোন সিদ্ধান্ত জানাতে পারেনি। সোমবার ঢাকার একটি হোটেলে জাতীয় নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা করার কথা ছিল পাপনের। সেখানে বিপিএলসহ আরও কয়েকটি বিষয় নিয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে সেখানে সভা করেন বিসিবি সভাপতি। এরপর সাংবাদমাধ্যমের কথা বলেন তিনি। সাকিবের ছুটি মঞ্জুর হয়েছে কিনা? এমন প্রশ্ন করা হলে নাজমুল হাসান বলেন, ‘অবশ্যই, অবশ্যই। আগে থেকেই বলে আসছি, কেউ যদি ছুটি চায়, খেলতে না চায়, বিশ্রাম চায়, বিরতি চায়; আমাদের কোন আপত্তি নেই। কিন্তু তা আনুষ্ঠানিকভাবে হতে হবে। আগাম জানতে চাই, হঠাৎ করে এলে আমাদের জন্য কঠিন।’ এজন্য এখন থেকে আগেভাগেই ক্রিকেটারদের যাওয়া না যাওয়ার বিষয়য়ে নিশ্চয়তা চান পাপন। আগামী জানুয়ারি থেকেই এ বিষয়টি নিয়ে বিসিবি বিশেষ পদক্ষেপ নেবে। পাপন বলেন, ‘জানুয়ারি থেকে আমরা যা করছি, যদি কারও বিশ্রাম, বিরতি লাগে, আমাদের আগে জানাতে হবে। তাহলে আমরা অন্য খেলোয়াড়কে প্রস্তুত করতে পারব।’ টি২০ বিশ^কাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন সাকিব এবং পরে আর ২ ম্যাচ এবং পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি২০ সিরিজ ও প্রথম টেস্ট খেলেননি। দ্বিতীয় টেস্ট খেলছেন তিনি, ১৫ ওভার বোলিং করে ৩৩ রানে উইকেটশুন্য আছেন।’ নিউজিল্যান্ড সফরে এবার রয়েছে শুধু ২ টেস্ট। ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম এবং ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট শুরু হবে। ৯ ডিসেম্বর নিউজিল্যান্ড রওনা হবে বাংলাদেশ দল, কারণ ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন রয়েছে এবং একটি নিজেদের মধ্যে এবং অপর একটি নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আছে। নিউজিল্যান্ডে বেশ সফল সাকিব। দেশটিতে গিয়ে ৪ টেস্ট খেলে ৭৩.৮৫ গড়ে ৫১৭ রান করেছেন তিনি ২ শতক ও ২ অর্ধশতকে। আর বল হাতে আছে ৯ উইকেট। তবে ২০১৯ সালে ইনজুরির কারণে এবং সর্বশেষ এ বছর মার্চে পারিবারিক কারণ দেখিয়ে নিউজিল্যান্ড সফরে যাননি সাকিব। অর্থাৎ এবার নিয়ে টানা তৃতীয়বার নিউজিল্যান্ড সফরে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ দল।
×