ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদ্যুতস্পৃষ্ট স্কুলছাত্র তামিমকে ৫ লাখ টাকা দেয়ার নির্দেশ

প্রকাশিত: ২৩:৪৫, ৭ ডিসেম্বর ২০২১

বিদ্যুতস্পৃষ্ট স্কুলছাত্র তামিমকে ৫ লাখ টাকা দেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ লক্ষ্মীপুরে বিদ্যুতস্পৃষ্ট স্কুলছাত্র তামিমকে ৫ লাখ টাকা তাৎক্ষণিক দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে নাÑ তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এদিকে আজিমপুর এলাকায় সরকারী কলোনির পাশ দিয়ে যাওয়ার সময় দেয়াল চাপা পড়ে জিহাদ নামে সাত বছর বয়সী এক শিশু নিহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণের রিটে গণপূর্ত অধিদফতরকে (পিডব্লিউডি) বিবাদী করতে বলেছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দিয়েছেন। লক্ষ্মীপুরের রামগতিতে পঞ্চম শ্রেণীর ছাত্র তামিম ইকবালের (১২) বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তার চিকিৎসার জন্য তাৎক্ষণিক পাঁচ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে নাÑ তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
×