ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিতাসের বিক্রয় সহকারী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ২৩:৪৪, ৭ ডিসেম্বর ২০২১

তিতাসের বিক্রয় সহকারী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার ॥ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিক্রয় সহকারী সৈয়দ আয়েজ উদ্দিন আহাম্মদ ও তার স্ত্রী শাহানা বিলকিসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় স্ত্রী শাহানা বিলকিসকে প্রধান আসামি ও আয়েজ উদ্দীনকে সহযোগী আসামি করা হয়েছে। অবৈধভাবে স্বামীর অর্জিত সম্পদের অংশীদার হতে গিয়ে শাহানা বিলকিসকে দুর্নীতি মামলার আসামি হতে হলো। স্বামীর পাপের অংশীদার হওয়ায় প্রধান আসামি হলেন শাহানা বিলকিস। সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মোঃ ফেরদৌস রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক এ তথ্য জানান। মামলার এজাহার সূত্রে জানা যায়, অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২০১৯ সালের ২ এপ্রিল রাজধানীর কাওরানবাজারের তিতাসের বিক্রয় সহকারী আয়েজ উদ্দিনের স্ত্রী শাহানা বিলকিসের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব চেয়ে নোটিস দেয় দুদক।
×