ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরবর্তী মহামারী আরও প্রাণঘাতী হতে পারে ॥ গিলবার্ট

প্রকাশিত: ২৩:২৪, ৭ ডিসেম্বর ২০২১

পরবর্তী মহামারী আরও প্রাণঘাতী হতে পারে ॥ গিলবার্ট

জনকণ্ঠ ডেস্ক ॥ আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ৬২ লাখ ৩৮ হাজার ৫১৪ জন। এর মধ্যে ৫২ লাখ ৭৩ হাজার ৬৬৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ২৩ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার ৪৯৮ জন। এদিকে, করোনার টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবক দলের প্রধান ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেমি সারাহ গিলবার্ট সতর্কবার্তা দিয়ে বলেছেন, পরবর্তী করোনা মহামারী আরও মারাত্মক এবং প্রাণঘাতী হতে পারে। পাশাপাশি করোনা ভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রনের সামনে টিকার কার্যকারিতা কমে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। খবর এনডিটিভি, এএফপি ও ওয়ার্ল্ডোমিটারের। সোমবার যুক্তরাজ্যের এক মিলনায়তনে দেয়া বক্তব্যে ডেমি সারাহ গিলবার্ট বলেন, ‘আমাদের জীবন ও দৈনন্দিন জীবনযাত্রার ওপর এই ভাইরাসটির হুমকি খুব শীঘ্রই শেষ হচ্ছে না; বরং বাস্তব সত্য হলো, আমরা মহমারীর প্রথম পর্যায়ের শেষে রয়েছি এবং দ্বিতীয় মহামারী আরও বেশি সংক্রামক, প্রাণঘাতী কিংবা উভয়ই হতে পারে।’ সংক্রমণের নতুন ঢেউ, হাসপাতাল প্রস্তুত করছে দঃ আফ্রিকা ॥ নতুন ধরন ওমিক্রনের ধাক্কায় কোভিড-১৯ সংক্রমণের চতুর্থ ঢেউয়ের মুখোমুখি হওয়া দক্ষিণ আফ্রিকা রোগীর চাপ সামলাতে দেশের সব হাসপাতাল প্রস্তুত করছে। সোমবার দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সাপ্তাহিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
×