ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রভাষকসহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচ জনের

প্রকাশিত: ২৩:২৪, ৭ ডিসেম্বর ২০২১

প্রভাষকসহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচ জনের

জনকণ্ঠ ডেস্ক ॥ ফরিদপুরে হোমিও কলেজের প্রভাষক, বগুড়ায় এনজিও কর্মকর্তা, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাইসাইকেল আরোহী, কুষ্টিয়ার দৌলতপুরে ব্যবসায়ী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত পথচারীসহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা হলেন প্রভাষক সুব্রত কুমার দাস (৩৮), এনজিও কর্মকর্তা আব্দুল্লাহ আল হাবিব (৩৪), বাইসাইকেল আরোহী বাবু চন্দ্র রায় (৫০), ব্যবসায়ী নিয়াত আলী (৬০)। রবিবার রাত ও সোমবার এসব দুর্ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। ফরিদপুরে পরীক্ষার খাতা আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় হোমিও কলেজের প্রভাষক সুব্রত কুমার দাস নিহত ও তিনজন আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের মল্লিকপুর নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী দিগন্ত পরিবহনের একটি বাসের সাথে বোয়ালমারী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহত চারজনই মাইক্রোবাসের যাত্রী। এর মধ্যে ঘটনাস্থলে নিহত হয়েছেন সুব্রত। তিনি বোয়ালমারীর গুণবাহা ইউনিয়নের নদীয়ার চাঁদ গ্রামের বাসিন্দা সুভাষ কুমার দাসের ছেলে। সুব্রত তাঁর প্রতিষ্ঠিত হোমিওপ্যাথি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিবাহিত। তবে তিনি নিঃসন্তান ছিলেন। পুলিশ জানায়, বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন। বগুড়া ॥ বগুড়া-নওগাঁ সড়কে বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকচাপায় সোমবার আব্দুল্লাহ আল হাবিব নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। তার বাড়ি বগুড়া সদরের মালগ্রাম এলাকায়।
×