ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাক্ষ্য, জেরা সম্পন্ন

নিজেকে নির্দোষ দাবি ওসি প্রদীপের

প্রকাশিত: ২৩:২৩, ৭ ডিসেম্বর ২০২১

নিজেকে নির্দোষ দাবি ওসি প্রদীপের

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৬৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং জেরা সম্পন্ন হওয়ার পর ফৌজদারি কার্যবিধি ৩৪২ ধারা মতে আসামিদের বক্তব্য গ্রহণ শুরু হয়েছে। ১৫ আসামির মধ্যে এসআই নন্দদুলাল রক্ষিত ব্যতীত সবাই তাদের পক্ষে লিখিত বক্তব্য দিয়েছেন আদালতে। বরখাস্ত হওয়া ওসি প্রদীপ নিজেকে সিনহা হত্যা মামলায় দোষী নন বলে দাবি করেছেন। সোমবার সকাল সাড়ে দশটায় কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আসামিদের বক্তব্য গ্রহণ শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার আসামিদের বক্তব্য উপস্থাপন কার্যক্রম ও যুক্তির্তক বুধবার (৮ডিসেম্বর) পর্যন্ত চলবে। এই তিনদিন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আসামি পক্ষে সাফাই সাক্ষীসহ যুক্তিতর্কের কার্যক্রমের নির্ধারিত সময়। সাক্ষ্য ও জেরা শেষ হওয়ার পর সোমবার ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিরা আত্মপক্ষ সমর্থন করে আদালতে তাদের বক্তব্য প্রদান, ১৪জন আসামির পক্ষে আদালতে কাগজপত্র দাখিল ইত্যাদি সম্পাদন করা হয়। এসআই নন্দদুলাল রক্ষিত আজ মঙ্গলবার আত্মপক্ষ সমর্থনে জবাব দিতে পারেন বলে জানা গেছে। এরপর যুক্তিতর্কের পরবর্তীতে রায়ের দিন ঘোষণা করবেন আদালত। এর আগে গত ১ ডিসেম্বর চাঞ্চল্যকর এই হত্যা মামলার ৮ আসামি মৌখিকভাবে তাদের বক্তব্য আদালতে উপস্থাপন করেছেন। সিনহা হত্যা ঘটনায় তারা নির্দোষ বলে দাবি করেছেন। অপর ৭ আসামির বক্তব্য গ্রহণের জন্য ৬ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত। সোমবার ৬আসামি তাদের লিখিত বক্তব্য জমা দিয়েছেন। গত ২৩ আগস্ট থেকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ এবং জেরা শুরু হয়ে শেষ হয় ১ ডিসেম্বর। মামলায় মোট ৬৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী ফরিদুল আলম সোমবার সন্ধ্যায় জনকণ্ঠকে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১৫ এর তৎকালীন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোঃ খায়রুল ইসলামকে ৫ দিনব্যাপী জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। আসামি পক্ষের জেরা শেষ করার মাধ্যমে ১ ডিসেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব সমাপ্ত করা হয়। সোমবার এজাহার, চার্জশীট ও সাক্ষীদের দেয়া বক্তব্য কাঠগড়ায় দাঁড়ানো আসামিদের শুনানো হয়। গত বুধবার যে ৮ আসামি তাদের বক্তব্য মৌখিকভাবে আদালতে জানিয়েছেন। ওই আসামিদের পক্ষে তাদের নিয়োজিত আইনজীবীরা আদালতে লিখিত বক্তব্য দেন। প্রদীপের বিরুদ্ধে চার্জ গঠন ফের পেছাল ॥ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস থেকে জানান, অবৈধ সম্পদ অর্জনের মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে চার্জ গঠন ফের পিছিয়েছে। সোমবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ ইসমাইল হোসেনের আদালত এ আদেশ দেন। দুদকের আইনজীবী মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেন। দুদক আইনজীবী জানান, আসামি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার্জ গঠনের তারিখ ছিল সোমবার। তবে একইদিন কক্সবাজার আদালতে সিনহা হত্যা মামলায় শুনানি তারিখ ধার্য থাকায় প্রদীপ কুমার দাশকে চট্টগ্রামের আদালতে হাজির করা যায়নি। আদালত আগামী ১৫ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন।
×