ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কচ্ছপের ৪ হাজার মাইল পাড়ি

প্রকাশিত: ২১:৪১, ৭ ডিসেম্বর ২০২১

কচ্ছপের ৪ হাজার মাইল পাড়ি

একটি বিরল প্রজাতির কচ্ছপ নিজের আবাসস্থল থেকে ৪ হাজার মাইল পথ পাড়ি দিয়ে যুক্তরাজ্যের একটি সৈকতে পৌঁছেছে। এটি বিশ্বের বিরল কচ্ছপগুলোর একটি। ওয়েলস উপকূলে চলে আসা কচ্ছপটি অসুস্থ হয়ে পড়লেও এটি এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছে। এ্যাঙ্গেলসের সি জুতে কেম্প রিডলি প্রজাতির সামুদ্রিক কচ্ছপটির নাম রাখা হয় ট্যালি। এই চিড়িয়াখানাতেই তাকে সুস্থ করে তোলা হচ্ছে। এর আগে গত রবিবার ফ্লিন্টশায়ারের ট্যালাক্রে সৈকতে ট্যালিকে পাওয়া যায়। মেক্সিকো উপসাগরে তার আবাসস্থল থেকে এটি ৪ হাজার মাইল পথ পাড়ি দিয়েছে।-বিবিসি
×