ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চাকরি স্থায়ীকরণের দাবিতে জাবি'র কর্মচারীদের মানববন্ধন

প্রকাশিত: ১৮:২০, ৬ ডিসেম্বর ২০২১

চাকরি স্থায়ীকরণের দাবিতে জাবি'র কর্মচারীদের মানববন্ধন

জাবি সংবাদদাতা ॥ চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারীরা। সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শেখ হাসিনা হলের মালি শরিফুল ইসলাম বলেন, ‘পার ডে ৩৩০ টাকা মজুরিতে কাজ করে মাসিক দশ হাজার টাকাও বেতন হয় না। বর্তমান বাজারে এই টাকায় সংসার চালানো প্রায় অসম্ভব।” ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিশ^বিদ্যালয়ের শতাধিক কর্মচারী বৃষ্টিতে ভিজে উপস্থিত ছিলেন। এসময় কথা বলতে গিয়ে অনেক কর্মচারী কান্নায় ভেঙে পড়েন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক রাশেদা আখতার ঘটনাস্থলে এসে কর্মচারীদের শান্ত করে কর্মস্থলে ফেরৎ পাঠান। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক রাশেদা আখতার বলেন, “তাদের নিয়োগ দেয়ার মত পদ এখন খালি নেই। আমরা ইউজিসির সাথে কথা বলে নতুন পদ সৃষ্টি করে তাদেরকে নিয়োগ দেয়ার চেষ্টা করবো।” কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শরীফ মিয়া বলেন, “অনেক আগে থেকেই আমরা ডেইলী বেসিসের কর্মচারীদের স্থায়ীকরণের দাবি জানাচ্ছি। ট্রেজারার মহোদয় আমাদেরকে আশ^স্ত করেছেন ইউজিসির সাথে কথা বলে দ্রুত পদ সৃষ্টি করবেন।”
×