ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নবীগঞ্জে বক পাখি শিকারীকে ২ মাসের কারাদন্ড

প্রকাশিত: ১৮:০১, ৬ ডিসেম্বর ২০২১

নবীগঞ্জে বক পাখি শিকারীকে ২ মাসের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জে বক পাখি শিকারী মোঃ আসলাম খানকে (৩০) ২ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত ব্যক্তি জেলার নবীগঞ্জ উপজেলার বাল্লা চরগাঁও গ্রামের বাসিন্দা। সোমবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী। এর আগে সকালে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অভিযানে উপজেলার বাল্লা চরগাঁও এলাকা থেকে ১টি বক পাখি, শিকারের প্রায় ২৫০ মিটার জালসহ শিকারী মোঃ আসলাম খান আটক হন। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মহি উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাখি শিকারী মোঃ আসলাম খানকে ২ মাসের কারাদন্ড প্রদান করেন। সেই সাথে বক পাখিটি অবমুক্ত করা হয়। এ সময় হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী, অফিস স্টাফ রুপক দেবনাথ, রানা আহমেদ, তাপস ভর, অনুরঞ্জন অধিকারী এবং নবীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
×