ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিজয় দিবসে প্রধানমন্ত্রীর গণশপথ সফল করতে নওগাঁয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮:০১, ৬ ডিসেম্বর ২০২১

বিজয় দিবসে প্রধানমন্ত্রীর গণশপথ সফল করতে নওগাঁয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে দেশব্যাপী যে গণশপথ পরিচালনা করবেন, সেটি সফল করার লক্ষ্যে সোমবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, ডিডিএলজি উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মাদ ইব্রাহিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. হারুন-অল-রশিদ, সাবেক অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম খান, জেলা প্রেস ক্লাবের সভাপতি বিশ^জিৎ সরকার মনি, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শামসুল ওয়াদুদ, জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। বিজয় দিবসে প্রধানমন্ত্রী কর্তৃক শপথ গ্রহনে বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, রাজনীতিবিদ, রোভার্স, স্কাউট, গার্লস গাইড, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মীসহ সকল পেশাজীবি মানুষের অংশ গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়।
×