ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আড়াইহাজারে আগুনে দুই শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

প্রকাশিত: ১৮:০০, ৬ ডিসেম্বর ২০২১

আড়াইহাজারে আগুনে দুই শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের আড়াইহাজারে এবার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে দুই শিশু সস্তানসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদেরকে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- সোলাইমান (৪২), তার স্ত্রী রীমা আক্তার (৩১), তাদের দুই সন্তান মাহিদ (১৩) ও আরশ (৩)। সোমবার ভোরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের কুমারপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে। গৃহকর্তা সোলেমানের চাচাতো ভাই ইউনুস জানান, আগুনের শিকার সোলেমানের একতলা বাসাটিতে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। তবে ভোরে বিকট শব্দ হয়। এরপরপরই আগুন লাগে। তারা ধারণা করা হচ্ছে, কোনোভাবে গ্যাস জমে এবং সেখান থেকেই আগুন লেগেছে। এ ঘটনায় চারজন দগ্ধ হন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক তানহারুল ইসলাম বলেন, আগুন লাগার খবর আমাদের কেউ জানায়নি। তবে আমরা জানতে পেরেছি আগুনে স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ চারজন দগ্ধ হয়েছেন। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান জানান, দুপ্তারার একটি বাড়িতে আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারে চারজন। তবে কি ভাবে আগুন লেগেছে তা পুলিশ তদন্ত করে দেখছে। আহতদের শেখ হাসিনা বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
×