ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বৃষ্টিতে ভেসে গেল ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা

প্রকাশিত: ১৫:১৮, ৬ ডিসেম্বর ২০২১

বৃষ্টিতে ভেসে গেল ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা

অনলাইন রিপোর্টার ॥ ঘূর্ণিঝড় জোয়াদের প্রভাবে টানা বৃষ্টি হচ্ছে সারাদেশে। এদিকে সকাল থেকে অপেক্ষা, বৃষ্টি বন্ধ হলেই শুরু হবে খেলা। ভারি বর্ষণ উপেক্ষা করে স্টেডিয়ামে হাজির কর্তব্যরত কর্মীরা। সংবাদমাধ্যম কর্মী থেকে দর্শক, অনেকেই উপস্থিত হয়েছেন মিরপুর স্টেডিয়ামে। তবে বাংলাদেশ আর পাকিস্তান দলের ক্রিকেটাররা মাঠমুখো হলেন না। দিনভর চললো ভারি বর্ষণ। তাতে হোটেলেই গোটা দিন গেল ক্রিকেটারদের। দুপুর ২টার দিকে আসলো ঘোষণা। বৃষ্টির কারণে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ও শেষ ম্যাচের তৃতীয় দিনের খেলা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলো। এদিন মাঠে কোন বল না গড়িয়েই ভেসে গেল পুরো দিনের খেলা। মূলত ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল। শনিবার সকাল থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে, যা ভারি মাত্রায় রূপ নিয়ে রবিবার রাত থেকে। এর প্রভাব পড়েছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টে। ম্যাচের প্রথম দিনে শনিবার চা বিরতির পর আর বল মাঠে গড়ায়নি। গতকাল দ্বিতীয় দিনের নির্ধারিত সময়েও শুরু করা যায়নি খেলা।
×