ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেয়া হচ্ছে

প্রকাশিত: ১৪:০৪, ৬ ডিসেম্বর ২০২১

এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেয়া হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বিতরণের নামে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরউদ্দিন মোঃ ফারুককে নির্দেশ দেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেনের এমন নির্দেশনায় ছাত্রীদের টাকা ফেরত দেয়ার কাজ চলছে। খবর নির্ভরযোগ্য সূত্রের। কলেজের একাধিক শিক্ষার্থী ও অভিভাবক জানান, এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে প্রবেশপত্র বিতরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে এক হাজার ২০০ টাকা করে আদায় করেন। এ নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকরা আপত্তি করলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্ণপাত নাকরে কলেজের উন্নয়নসহ বিভিন্ন খরচ মেটানোর কথা বলে প্রবেশপত্র বাবদ এক হাজার ২০০ টাকা আদায় করতে থাকেন। শিক্ষার্থীদের কেউ কেউ এ অর্থ দিতে অপারগতা প্রকাশ করলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কোনো কোনো শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার করেন। এক পর্যায়ে বিষয়টি শিক্ষার্থী ও অভিভাবকদের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক অবগত হন। তিনি তাৎক্ষণিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত অর্থ ফেরত দেয়ার নির্দেশ দেন। ফেরত দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। জানা গেছে, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ থেকে এ বছর ১৫৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শতাধিক শিক্ষার্থীর কাছ থেকে প্রবেশপত্র বিতরণের নামে এক হাজার ২শ’ টাকা করে আদায় করেন। এনিয়ে কলেজের গভর্নিংবডির এক জরুরী সভা ডাকা হয়। ৩ ডিসেম্বর কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় অংশগ্রহনকারী কলেজ গভর্ণিংবডির সদস্যরা প্রবেশপত্র বিতরণ বাবদ আদায় করা অতিরিক্ত অর্থ দ্রুত ফেরত দিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নির্দেশ দেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরউদ্দিন মোঃ ফারুক গণমাধ্যমকে বলেন, উপজেলার অন্যান্য কলেজ গুলো প্রবেশপত্র বিতরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়েছে। এজন্য তারাও নিয়েছেন। বরিশাল অঞ্চলের পরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক শিক্ষার্থীদের সমুদয় টাকা ফেরত দেয়া শুরু করেছেন। এমনকি শিক্ষার্থীদেও দোয়া অনুষ্ঠানের টাকাও ফেরত দেয়া হচ্ছে। কালকের মধ্যে সকলের টাকা ফেরৎ দেয়া হবে। কলেজের গভর্ণিংবডির সভাপতি অধ্যাপক মোঃ বাহাউদ্দিন জানান, তার অজান্তে ১২’শ টাকা করে আদায় করা হয়েছে। অনেক অভিভাবক তার কাছে অভিযোগ করেছেন। আমি অঞ্চলের পরিচালক মোয়াজ্জেম হোসেন স্যারের সঙ্গে কথা বলেছি। তার নির্দেশনা জরুরী মিটিং করেছি। সকল শিক্ষার্থীর টাকা ফেরত দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।
×