ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইঞ্জিন বিকল হওয়া ১৩ জেলেসহ একটি ফিসিং ট্রলার উদ্ধার

প্রকাশিত: ১৩:৩২, ৬ ডিসেম্বর ২০২১

ইঞ্জিন বিকল হওয়া ১৩ জেলেসহ একটি ফিসিং ট্রলার উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকা ১৩ জেলেসহ একটি ফিসিং ট্রলার উদ্ধার করেছে ভাসানচর কোষ্টগার্ড। রবিবার গভীর রাতে নোয়াখালী হাতিয়ার পূর্বপাশে গাংঘুরিয়ার চরের দক্ষিন পাশে বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা হয় ট্রলারটি। রাতে উদ্ধার হওয়া ফিসিং ট্রলারটি টেনে ভাসানচর নিয়ে যায় কোষ্টগার্ডের একটি টিম। উদ্ধার হওয়া এমভি হাওলাদার নামে ফিসিং ট্রলারটি বরগুনা জেলার পাতরঘাটা উপজেলার। হাতিয়ার ভাসানচর কোষ্টগার্ড জানায়, মোবাইলের প্রযুক্তি ব্যবহার করে বিকল হওয়া ট্রলারটি উদ্ধার করা হয়। রোবাবার গভীর রাতে ট্রলারটি উদ্ধার করে ১৩ জেলে সহ ভাসানচর নিয়ে যাওয়া হয়। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ৫দিন পর মোবাইরে নেটওয়ার্ক পেয়ে তারা পাতার ঘাটা কোষ্টগার্ডের সাথে যোগাযোগ করে। পাতরঘাটা কোষ্টগার্ড থেকে নির্দেশনা পেয়ে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ট্রলারের মাঝি এমাজল হক (৫০) জানান, বর্তমানে তারা ভাসানচর কোষ্টগার্ডের তত্বাবধানে রয়েছে। রোববার রাত আড়াইটার সময় তাদেরকে উদ্ধার করে ভাসানচর আনা হয়। সাগরে মাছ শিকারে গেলে ৩০ নভেম্বর তাদের ট্রলারের ইঞ্জিনটি বিকল হয়। এর পর থেকে গত ৫দিন তারা সাগরে ভাসতে ছিল। এমাজল মাঝি আরো জানায়, ট্রলারে তিনিসহ ১৩ মাঝি মাল্লা রয়েছেন। তাদের সবার বাড়ী পাতার ঘাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে। ট্রলারটির মালিক পাতারঘাটা উপজেলার মো: সোহাগ হাওলাদার। গত ২৮ নভেম্বর তারা মাছ শিকারের জন্য পাতরঘাটা থেকে সাগরে যায়। এব্যাপারে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া জেলেদের ভাসানচর কোষ্টগার্ড ক্যাম্পে রাখা হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
×