ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় সিলেট ও চট্টগ্রামের প্রার্থিতা চূড়ান্ত

প্রকাশিত: ০১:২০, ৬ ডিসেম্বর ২০২১

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় সিলেট ও চট্টগ্রামের প্রার্থিতা চূড়ান্ত

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি বৈঠক রবিবার প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়েছে বৈঠকে অবশিষ্ট সিলেট ও চট্টগ্রামের প্রার্থিতা চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আবদুল্লাহ, কাজী জাফর উল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব) মুহম্মাদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, রাশিদুল আলম, এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ। বৈঠক সূত্র জানায়, রাত অবধি দীর্ঘ বৈঠকে পঞ্চম ধাপে অনুষ্ঠেয় সিলেট ও চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। এর মধ্য দিয়ে পঞ্চম ধাপের ৭০৭টি ইউপি নির্বাচনের সবার চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন সম্পন্ন হলো। গত বৃহস্পতিবার থেকে মনোনয়ন বোর্ডের টানা চারদিনের বৈঠকে বিভাগওয়ারি এসব প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে। আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ৭০৭টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন থেকে এরই মধ্যে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
×