ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালা তৈরির কাজ চূড়ান্ত ॥ তাজুল

প্রকাশিত: ০১:১৮, ৬ ডিসেম্বর ২০২১

জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালা তৈরির কাজ চূড়ান্ত ॥ তাজুল

স্টাফ রিপোর্টার ॥ প্রথমবারের মতো দেশে জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালা প্রণয়নের কাজ চূড়ান্ত করা হয়েছে। শীঘ্রই এটি মন্ত্রিপরিষদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম। রবিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২১ উপলক্ষে ‘বাংলাদেশের কমিউনিটির উন্নয়নে স্বেচ্ছাসেবার অবদান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ইউএন ভলান্টিয়ার বাংলাদেশ, ইউএনএফপিএ, ওয়াটার এইড যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। মন্ত্রী বলেন, জাতিসংঘ ভলান্টিয়ারের একটি অনুষ্ঠানে অংশ নিলে তারা জানান, বাংলাদেশে কোন স্বেচ্ছাসেবক নীতিমালা নেই। সংস্থাটির পক্ষ থেকে একটি জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালা প্রণয়নের অনুরোধ জানালে পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে তার সম্মতি নিয়ে নীতিমালা প্রণয়নের কাজ শুরু করা হয়। ইতোমধ্যে ওয়ার্কিং কমিটি গঠন করে অনেকগুলো সভা ও তৃণমূল এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে এই নীতিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, শীঘ্রই মন্ত্রিপরিষদে উত্থাপন করে স্বেচ্ছাসেবক নীতিমালা প্রণয়ন করা হবে।
×