ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারীর প্রতি সহিংসতা রোধে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান

প্রকাশিত: ০১:১৪, ৬ ডিসেম্বর ২০২১

নারীর প্রতি সহিংসতা রোধে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ উন্নত আগামী ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নারী-পুরুষ একযোগে কাজ করলেও কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য নারীদের এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা। আর তাই সমাজ বিনির্মাণের জন্য লিঙ্গ বৈষম্য দূর করে লিঙ্গ সমতা প্রতিষ্ঠার পাশাপাশি নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সবাইকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (ইউএসএআইডি) বাংলাদেশ মিশন পরিচালক ক্যাথরিন স্টিভেন্স। তিনি বলেছেন, করোনা পরিস্থিতিতে পুরো বিশ্ব একটা সঙ্কটময় মুহূর্ত পার করছে। তবে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে সবার সমন্বিত প্রচেষ্টায় আরও উদ্বোধনী সমাধান খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে লিঙ্গ সমতা নিশ্চিতকরণে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। রবিবার উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক বাংলাদেশ-ডব্লিউজেএনবি ও ইউএসএআইডির যৌথ আয়োজনে ১৬ দিনব্যাপী অনুষ্ঠিত নারী সাংবাদিকদের এক ওয়ার্কশপে সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
×