ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানি রোধে সচেতনতা বাড়াতে গুরুত্বারোপ সংসদীয় কমিটির

প্রকাশিত: ০১:১৩, ৬ ডিসেম্বর ২০২১

যৌন হয়রানি রোধে সচেতনতা বাড়াতে গুরুত্বারোপ সংসদীয় কমিটির

সংসদ রিপোর্টার ॥ বিদ্যমান সকল আইন পর্যালোচনা করে যৌন হয়রানি ও নারীর প্রতি সহিংসতা বন্ধে নতুন কোন আইন প্রণয়নের দরকার আছে কী না, সে সম্পর্কে একটি প্রতিবেদন চেয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির পক্ষ থেকে প্রয়োজনে নতুন আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে যৌন হয়রানি রোধে সচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে যৌন হয়রানি বন্ধে ২০১১ সালে হাইকোর্ট বিভাগের দেয়া আদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ানস অন পপুলেশন এ্যান্ড ডেভেল্পমেন্টের (বিপিএডি) সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার। বৈঠকে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, শামসুল হক টুকু, গ্লোরিয়া ঝর্ণা সরকার, রুমিন ফারহানা, সেলিম আলতাফ জর্জ ও খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশ নেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে বিপিএডি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আ স ম ফিরোজ, আ ফ ম রুহুল হক, হাবিবে মিল্লাত, শিরিন আক্তার, নাহিদ ইজাহার খান, আদিবা আনজুম মিতা, উম্মে ফাতেমা নাজমা বেগম ও শামীমা আক্তার খানম।
×